Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

ছয় শহরের সরাসরি উড়ান বন্ধ ১৫ অগস্ট পর্যন্ত

দিল্লি, মুম্বই-সহ করোনা আক্রান্ত শহর থেকে বিমানে যাত্রী আসার জন্য কলকাতা তথা রাজ্যে সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করেছিল রাজ্য। সেই কারণে জুলাইয়ের প্রথম সপ্তাহে কলকাতা থেকে দিল্লি, মুম্বই, চেন্নাই, নাগপুর, আমদাবাদ, পুণে, সুরাত এবং ইনদওরের সরাসরি উড়ান বন্ধ করার জন্য কেন্দ্রকে অনুরোধ করে তারা।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২০ ০৩:১৯
Share: Save:

কলকাতা থেকে ছ’টি শহরের সরাসরি উড়ান পরিষেবার উপরে নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান মন্ত্রকের তরফে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং উড়ান সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়, ১৫ অগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

দিল্লি, মুম্বই-সহ করোনা আক্রান্ত শহর থেকে বিমানে যাত্রী আসার জন্য কলকাতা তথা রাজ্যে সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করেছিল রাজ্য। সেই কারণে জুলাইয়ের প্রথম সপ্তাহে কলকাতা থেকে দিল্লি, মুম্বই, চেন্নাই, নাগপুর, আমদাবাদ, পুণে, সুরাত এবং ইনদওরের সরাসরি উড়ান বন্ধ করার জন্য কেন্দ্রকে অনুরোধ করে তারা। কেন্দ্র বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। শেষে ইনদওর ও সুরাত বাদ দিয়ে বাকি ছ’টি শহর থেকে কলকাতার সরাসরি উড়ান বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, ইনদওর ও সুরাত থেকে এমনিই কলকাতার সরাসরি উড়ান নেই।

প্রথম দফায় ১৮ জুলাই পর্যন্ত সেই নিষেধাজ্ঞা থাকার পরে রাজ্যের অনুরোধ মেনে তা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। তবে এই মুহূর্তে এই ছ’টি শহর থেকে কলকাতার সরাসরি উড়ান না-থাকলেও বহু যাত্রী অন্য শহর থেকে ঘুরে যাতায়াত করছেন। সম্প্রতি করোনা পজ়িটিভ সার্টিফিকেট নিয়ে এক যুবক দিল্লি থেকে অন্য শহর ঘুরে কলকাতায় এসেছেন!

৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা থাকায় বিভিন্ন ট্র্যাভেল পোর্টাল, উড়ান সংস্থার ওয়েবসাইট এবং ট্র্যাভেল এজেন্টরা সরাসরি টিকিট বিক্রি করতে পারছিলেন না। কিন্তু পয়লা অগস্ট থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে ধরে নিয়ে ট্র্যাভেল পোর্টালে সরাসরি টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেখানে দেখিয়েছে, ১ অগস্টের পরে কলকাতা থেকে দিল্লির সরাসরি ১৩টি উড়ান রয়েছে। সরাসরি উড়ান আছে মুম্বইয়েরও।

আরও পড়ুন: করোনা সংক্রমণ বেড়ে চলেছে লালবাজারের অন্দরেও

ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের পূর্ব ভারতের চেয়ারম্যান অঞ্জনি ধানুকার কথায়, ‘‘অগস্টের প্রথম সপ্তাহে উৎসব থাকায় প্রচুর যাত্রী টিকিট কেটে রেখেছিলেন। এখন মুম্বই থেকে সরাসরি কলকাতা রোজ ছ’টি উড়ান চলার কথা। পয়লা অগস্ট থেকে প্রায় সব উড়ান ভর্তি ছিল। মুম্বই-কলকাতা রুটে ২০-২৫ হাজার টাকায় টিকিট পাওয়া যাচ্ছিল। এই অবস্থায় নিষেধাজ্ঞা বাড়ায় বহু মানুষ সমস্যায় পড়বেন।’’

ট্র্যাভেল এজেন্টস ফেডারেশনের পূর্ব ভারতের চেয়ারম্যান অনিল পঞ্জাবি বলেন, ‘‘কখন উড়ান বাতিল হয়, সেই নিশ্চয়তা না-থাকায় আমরা তো টিকিট বিক্রিই করছিলাম না।’’

এই নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য রাজ্যকে অনুরোধ করতে হত কেন্দ্রের কাছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই লিখিত অনুরোধ পাঠানো হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বিকেলে জানা যায়, রাজ্যের তরফে চিঠি গিয়েছে এবং তার ভিত্তিতে কেন্দ্র ১৫ অগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।

এই প্রসঙ্গে একটি উড়ান সংস্থার এক কর্তা বলেন, ‘‘শুধু মুম্বই বা দিল্লি নয়, কলকাতা থেকে চেন্নাইয়ের উড়ানেরও সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এত যাত্রী এ বার খুবই সমস্যায় পড়বেন।’’

আরও পড়ুন: মৃত্যুর খবর রাখবেন ওয়ার্ড কোঅর্ডিনেটর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE