Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিমানবন্দরে অ্যাপ-ক্যাব কিয়স্ক নিয়ে গোলমাল

এ দিন ওলা ও উব্‌রের কিয়স্ক চালু হওয়া নিয়ে আপত্তি তোলেন বাইরের ট্যাক্সিচালকেরা। সেখানে হলুদ ট্যাক্সির পাশাপাশি সাদা গাড়ির চালকেরাও ছিলেন। অভিযোগ, ওই সাদা গাড়ির চালকেরা নিয়ম বহির্ভূত ভাবে যাত্রী নিয়ে যাতায়াত করেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ০১:৫১
Share: Save:

এই প্রথম কলকাতা বিমানবন্দরে চালু হল ওলা এবং উব্‌রের কিয়স্ক। আর তা নিয়ে বুধবার বিকেলের পর থেকে শুরু হল হুলস্থূল।

বিমানবন্দর সূত্রের খবর, এ দিন ওলা ও উব্‌রের কিয়স্ক চালু হওয়া নিয়ে আপত্তি তোলেন বাইরের ট্যাক্সিচালকেরা। সেখানে হলুদ ট্যাক্সির পাশাপাশি সাদা গাড়ির চালকেরাও ছিলেন। অভিযোগ, ওই সাদা গাড়ির চালকেরা নিয়ম বহির্ভূত ভাবে যাত্রী নিয়ে যাতায়াত করেন।

বিমানবন্দর সূত্রের খবর, প্রচুর যাত্রী এখন অন্য শহর থেকে কলকাতায় নেমে এই অ্যাপ-ক্যাবের সুবিধা পেতে চান। কিন্তু, ভিন্‌ রাজ্যের বাসিন্দাদের মোবাইলে ওই অ্যাপ ডাউনলোড করা নেই। এ বার থেকে তাঁরা কলকাতায় নেমে ওই দুই সংস্থার কিয়স্কে গেলে তাঁরাই ডেকে দেবেন গাড়ি। আবার, অনেকে কলকাতায় নামার পরে ঠিক মতো সিগন্যাল না পেয়ে ওলা-উব্‌রের সুবিধা থেকে বঞ্চিত হন। তাঁদের ক্ষেত্রেও সুবিধা হবে বলে কর্তৃপক্ষের দাবি।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে টার্মিনালের ভিতরে একটি করে এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে টার্মিনালের বাইরে একটি করে কিয়স্ক থাকবে, এমনটাই ঠিক হয়েছিল। চুক্তি অনুযায়ী এ দিন সরঞ্জাম নিয়ে বিমানবন্দরে হাজির হন দুই সংস্থার কর্মীরা। অভিযোগ, বিমানবন্দরের টার্মিনালের বাইরে যেখানে প্রি-পেড ট্যাক্সি বুথ রয়েছে, তার পাশে ওলা-উব্‌রের কর্মীরা কিয়স্ক বসাতে গেলে গোলমাল বাধে। বিকেলের পরে যে বিমানযাত্রীরা অ্যাপ-ক্যাবের কিয়স্কে গাড়ি বুক করতে যান, তাঁদেরও অনুরোধ করতে শুরু করেন বাইরের ট্যাক্সিচালকেরা।

ট্যাক্সিচালকদের অভিযোগ, এর আগে ভলভো বাস চালু হওয়ায় তাঁদের ব্যবসা মার খেয়েছে। এ বার ওলা-উব্‌র চালু হলে তাঁরা আরও সমস্যায় পড়বেন। এটাই তাঁদের আপত্তির কারণ। এ দিন বিকেলের পরে দুই তরফে উত্তপ্ত বাক্য বিনিময় হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি নিয়ে উব্‌রের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। রাত পর্যন্ত ওলারও বক্তব্য পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE