Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সিপি-র সঙ্গে বৈঠক ডাক্তারদের

চিকিৎসককে নিগ্রহের ওই ঘটনা নিয়ে বুধবার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করলেন ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’-এর তিন সদস্য।

অভিযুক্ত ওসি পুলক দত্ত এবং আক্রান্ত চিকিৎসক শ্রীনিবাস গেদ্দেম।—নিজস্ব চিত্র।

অভিযুক্ত ওসি পুলক দত্ত এবং আক্রান্ত চিকিৎসক শ্রীনিবাস গেদ্দেম।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৩
Share: Save:

গত ২৯ অগস্ট সিএমআরআই হাসপাতালের এক চিকিৎসক শ্রীনিবাস গেড্ডামকে নিগ্রহ করার অভিযোগ উঠেছিল ওই হাসপাতালেই চিকিৎসাধীন, যাদবপুর থানার ওসি পুলক দত্তের বিরুদ্ধে। সম্প্রতি পুলকবাবু ফের কাজে যোগ দিয়েছেন। চিকিৎসককে নিগ্রহের ওই ঘটনা নিয়ে বুধবার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করলেন ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’-এর তিন সদস্য।

সংগঠন সূত্রে খবর, কমিশনার তাঁদের জানিয়েছেন, কলকাতা পুলিশের শীর্ষ কর্তা হিসেবে তিনি ওই ঘটনায় ক্ষমা চেয়েছেন। আশ্বাস দিয়েছেন, ওই পুলিশকর্তা কাজে যোগ দিলেও তদন্ত নিয়মমাফিক চলছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে। চিকিৎসককে নিগ্রহের ঘটনায় পুলিশের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও জানানো হবে।

রাজ্যে সম্প্রতি একাধিক ঘটনায় চিকিৎসক-নিগ্রহের অভিযোগ সামনে এসেছে। সে সব ঘটনা নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেছে সংগঠনটি। এ দিনের বৈঠকে উপস্থিত এক চিকিৎসক-প্রতিনিধি জানান, রোগী-ডাক্তার সম্পর্ক আরও দৃঢ় করতে ভিডিয়োটির একাংশ প্রেক্ষাগৃহে দেখানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সিপি।

চিকিৎসক-নিগ্রহ নিয়ে এ দিন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন চিকিৎসক রেজাউল করিম। তাঁর অভিযোগ, রাজ্য জুড়ে ডাক্তাররা নিগৃহীত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কর্মক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন রেজাউল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE