Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ক্ষতিগ্রস্ত ওষুধ বিক্রি রুখল ড্রাগ কন্ট্রোল

আগুনের পরে বাগড়ি মার্কেটের দোকানে মজুত থাকা অনেক ওষুধ সামনের মেহতা বিল্ডিং-সহ বিভিন্ন জায়গায় সরিয়ে দিয়েছেন সেখানের ব্যবসায়ীদের একাংশ। সেই সব ওষুধ কার্যকারিতা হারিয়েছে বলে মনে করছেন ড্রাগ কন্ট্রোলের কর্তারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৩
Share: Save:

অন্য অনেক ব্যবসার মতো ওষুধেরও বিশাল ব্যবসাকে গিলে খেয়েছে বাগড়ি মার্কেটের আগুন। যে-সব ওষুধ কোনও ভাবে বেঁচে গিয়েছে, তা-ও আর কাজে লাগবে না। সেখান থেকে উদ্ধার হওয়া ‘ক্ষতিগ্রস্ত’ ওষুধ বিক্রি বা ব্যবহার করা যাবে না বলে বুধবার নির্দেশ দিয়েছে রাজ্যের ডিরেক্টরেট অব ড্রাগ কন্ট্রোল।

এ দিনের নির্দেশে ডিরেক্টরেট অব ড্রাগ কন্ট্রোল বলেছে, দীর্ঘ ক্ষণ জ্বলতে থাকা আগুনের তীব্রতায় মজুত ওষুধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ-বিচ্ছিন্ন থাকার জেরেও ক্ষতি হয়েছে অনেক ওষুধের। ফলে সেগুলোর গুণগত মান এবং ব্যবহারিক কার্যকারিতা ঠিক থাকবে না। এ ক্ষেত্রে মজুত ওষুধ সরিয়ে নিতে হবে প্রস্তুতকারক সংস্থাকে। একই সঙ্গে খুচরো ও পাইকারি বিক্রেতাদেরও ‘ক্ষতিগ্রস্ত’ ওষুধ কিনতে নিষেধ করেছে ড্রাগ কন্ট্রোল। ডিরেক্টর স্বপন মণ্ডল বলেন, ‘‘ওষুধ ব্যবসায়ীদের সব সংগঠনের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকেও জানিয়ে দিয়েছি। উদ্ধার হওয়া ওষুধ যাতে কোনও ভাবে বাজারে না-যায়, সেই জন্যই নির্দেশিকা জারি করা হয়েছে।’’ নির্দেশের অন্যথা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিরেক্টর। নবান্ন, রাজ্যের স্বাস্থ্য দফতর, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

কী ভাবে এই ওষুধের গুণগত মান যাচাই করা হবে, নির্দেশিকায় অবশ্য তার উল্লেখ নেই। আধিকারিকদের একাংশের মতে, ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে তা যাচাই করা হবে। তবে স্থানান্তরিত ওষুধের নমুনা সংগ্রহ করা হয় না। সে-ক্ষেত্রে বাগড়ি মার্কেটে মজুত থাকা ওষুধ কি বাতিল বলেই গণ্য হতে পারে?

আধিকারিকদের বক্তব্য, সব খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই ওষুধ যাতে কোনও ভাবে বিক্রি না-হয়, সে-দিকে নজর রাখবে ড্রাগ কন্ট্রোল। প্রয়োজনে এই বিষয়ে পুলিশেরও সাহায্য নিতে পারে তারা।

আগুনের পরে বাগড়ি মার্কেটের দোকানে মজুত থাকা অনেক ওষুধ সামনের মেহতা বিল্ডিং-সহ বিভিন্ন জায়গায় সরিয়ে দিয়েছেন সেখানের ব্যবসায়ীদের একাংশ। সেই সব ওষুধ কার্যকারিতা হারিয়েছে বলে মনে করছেন ড্রাগ কন্ট্রোলের কর্তারা। দফতরের এক কর্তার কথায়, ‘‘সব ওষুধেই অপেক্ষাকৃত শুকনো ও শীতল জায়গায় সংরক্ষণের নির্দেশিকা থাকে। কিন্তু আগুনের তীব্র তাপ ছিল। রবিবার ওই সব ওষুধ মার্কেটের বাইরে নিয়ে আসা হয়। ফলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে।’’ এ ক্ষেত্রে রাজ্য সরকারের সহায়তার প্রয়োজন রয়েছে বলে মনে করছে ড্রাগ কন্ট্রোল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE