Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পৌলোমী ও মালবিকা বিপন্মুক্ত

চিকিৎসকেরা জানান, মালবিকাদেবীর পেটের দু’দিকে দু’টি কোপানোর দাগ রয়েছে। বাঁ দিকের আঘাত তুলনায় বেশি গভীর।

মালবিকা সেন। —ফাইল চিত্র।

মালবিকা সেন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০২:৫৬
Share: Save:

দমদম-কাণ্ডে আট বছরের ছেলেকে খুন এবং মাকে খুনের চেষ্টায় অভিযুক্ত পৌলোমী সেন এখন বিপন্মুক্ত বলে জানান তাঁর চিকিৎসকেরা। ছেলে এথান আব্রাহামকে গলা টিপে খুন করার পাশাপাশি মা মালবিকা সেনকে ছুরি দিয়ে মারার চেষ্টা করেছিলেন পৌলোমী। তার পরে তিনি নিজে ছাদ থেকে ঝাঁপ দেন। রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তপসিয়ার এক হাসপাতালে পৌলোমী চিকিৎসাধীন। ওই হাসপাতালেই চিকিৎসক ভাস্কর রায় এবং অনির্বাণ ঘোষের তত্ত্বাবধানে রয়েছেন মালবিকাদেবীও। তাঁরও বিপদ কেটেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এখনও দু’জনকে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। তার কারণ ব্যাখ্যা করে চিকিৎসক অনির্বাণ ঘোষ জানান, পৌলোমী ছুরি দিয়ে নিজের পেটে বারবার আঘাত করায় মূত্রনালী ফেটে গিয়েছিল। তার প্রভাব পড়ে পৌলোমীর কিডনির উপরে। তবে অস্ত্রোপচারের পরে এখন তাঁর অবস্থা স্থিতিশীল। পাশাপাশি, উঁচু জায়গা থেকে পড়ায় পৌলোমীর কোমর এবং পাঁজরে চোট রয়েছে।

চিকিৎসকেরা জানান, মালবিকাদেবীর পেটের দু’দিকে দু’টি কোপানোর দাগ রয়েছে। বাঁ দিকের আঘাত তুলনায় বেশি গভীর। ছুরির আঘাতে তাঁর অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া তিনি ‘হেপাটাইটিস সি’-তে আক্রান্ত। তাই তাঁর অস্ত্রোপচারের সময়ে সতর্কতা অবলম্বন করতে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পৌলোমীকে হাসপাতাল থেকে ছাড়ার প্রশ্নে চিকিৎসকেরা জানিয়েছেন, সপ্তাহখানেক পর্যবেক্ষণে রাখার পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Suicide Dum Dum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE