Advertisement
১৭ এপ্রিল ২০২৪

প্রেসিডেন্সি নিয়ে পরামর্শ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী শনিবার বলেন, ‘‘বহু ছাত্রছাত্রীরই দ্রুত ডিগ্রি প্রয়োজন। তাঁদের কথা ভেবে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি উপাচার্যকে।’’ তাঁর মতে, সফল পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ডেকে অথবা যাঁরা শহরের বাইরে রয়েছেন, প্রয়োজনে ডাকযোগে তাঁদের ডিগ্রি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।ফাইল চিত্র

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫১
Share: Save:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এ বছর আর সমাবর্তন নয়। যত দ্রুত সম্ভব সফল পড়ুয়াদের হাতে তাঁদের ডিগ্রি পাঠানোর ব্যবস্থা করুন কর্তৃপক্ষ। প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়াকে এই পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি হিন্দু হস্টেলের সংস্কারের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার সঙ্গেও উপাচার্যকে অবিলম্বে বৈঠকের পরামর্শ দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী শনিবার বলেন, ‘‘বহু ছাত্রছাত্রীরই দ্রুত ডিগ্রি প্রয়োজন। তাঁদের কথা ভেবে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি উপাচার্যকে।’’ তাঁর মতে, সফল পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ডেকে অথবা যাঁরা শহরের বাইরে রয়েছেন, প্রয়োজনে ডাকযোগে তাঁদের ডিগ্রি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন কর্তৃপক্ষ।

হিন্দু হস্টেল নিয়ে ছাত্র আন্দোলনের জেরে এ বার ক্যম্পাসে সমাবর্তন হয়নি। নন্দন-৩ প্রেক্ষাগৃহে কোনও মতে সমাবর্তন অনুষ্ঠান হয়। সেখানে পড়ুয়াদের ডাকা হয়নি। তাই ডিগ্রি প্রাপকেরা এখনও ডিগ্রি পাননি। বিষয়টি নিয়ে ক্ষোভও ছড়িয়েছে। শুক্রবার রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেছিলেন উপাচার্য। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গেও তিনি ডিগ্রি প্রদানের বিষয়ে আলোচনা করেন।

হিন্দু হস্টেলের দাবিতে পড়ুয়াদের একাংশ ৪৩ দিন ধরে আন্দোলন চালিয়েই যাচ্ছেন। রাজারহাটের হস্টেল থেকে আবাসিকেরা এসে ক্যাম্পাসেই থাকছেন। শিক্ষামন্ত্রী
এ দিন জানান, ঠিকাদার সংস্থার সঙ্গে উপাচার্য অবিলম্বে বৈঠক করুন। প্রয়োজনে মন্ত্রী নিজেও ওই সংস্থার সঙ্গে আলোচনা করবেন। পার্থবাবুর বক্তব্য, ‘‘যত দ্রুত সম্ভব হস্টেল সংস্কার করে ছাত্রদের থাকার ব্যবস্থা করা প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE