Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Clash

বাগুইআটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলি, ভাঙচুর, জখম ৭

এক বাসিন্দা মাধব দাস বলেন,“মলয় চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর দেবরাজ রায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।” বাসিন্দাদের অভিযোগ, দেবরাজের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত সাংসদ দোলা সেনের অনুগামীরা এই সংঘর্ষের ঘটনার সঙ্গে যুক্ত।  

সংঘর্ষের পর ঘটনাস্থল। নিজস্ব চিত্র।

সংঘর্ষের পর ঘটনাস্থল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ২০:৫৬
Share: Save:

দশমীর রাতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল বাগুইআটি থানা এলাকার জগতপুর চড়কতলা এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষের মধ্যে দুষ্কৃতীরা তিন-চার রাউন্ড গুলি চালায়। ভাঙচুর করা হয় এলাকার কয়েকটি বাড়ি এবং রাস্তায় দাঁড় করানো কয়েকটি গাড়িও। সংঘর্ষে আহত প্রায় সাত জন।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুক্রবার রাতে প্রতিমা বিসর্জন হওয়ার পরই ঘটনার সূত্রপাত। ছোট্টু নামে ওই এলাকার এক যুবকের নেতৃত্বে কয়েকজন যুবক এসে মলয় চক্রবর্তী নামে এক ব্যক্তির উপর চড়াও হয়ে মারধর শুরু করে।

তখন পাড়ার কয়েকজন যুবক প্রতিবাদ করেন। তখন ওই দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মানসী দাস বলেন, “ তর্ক বিতর্ক শুনে মনে হল প্রতিমা বিসর্জন নিয়ে কোনও সমস্যার জেরেই গন্ডগোল শুরু হয়।” অন্য এক বাসিন্দা মাধব দাস বলেন,“মলয় চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর দেবরাজ রায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।” বাসিন্দাদের অভিযোগ, দেবরাজের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত সাংসদ দোলা সেনের অনুগামীরা এই সংঘর্ষের ঘটনার সঙ্গে যুক্ত।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: পুলিশ আবাসনে মদের আসর! প্রতিবাদ করায় পুলিশের হাতেই মার খেলেন কমিশনারের দেহরক্ষী

অভিযোগ, সংঘর্ষের মধ্যে দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট বৃষ্টি করে। একাধিক বাড়ির কাচ ভেঙেছে। ইটের ঘায়ে আহত সাতজনের মধ্যে দু’জন এখনও চিকিৎসাধীন। রাতেই বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের ঘিরে ধরে স্থানীয়রা বিক্ষোভও দেখান। যদিও শনিবার সকালে দেবরাজ রায় এবং দোলা সেন দু’জনের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা কেউ এ বিষয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন: দশমীর রাতে বরাহনগরে আক্রান্ত প্রবাসী দম্পতি, গাড়ি ভাঙচুর

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clash TMC Baguiati Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE