Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Calcutta News

ব্যাঙ্কে চাকরির নামে প্রতারণা, পুলিশের জালে এমবিএ-সিএফএ পাশ দুই যুবক

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে আশুতোষ এমবিএম পাশ। অন্য দিকে অভিষেক চাটার্ড ফিনান্সিয়াল অ্যানালেসিস্ট (সিএফএ)।

প্রতারণার অভিযোগে ধৃত দুই যুবক। —নিজস্ব চিত্র।

প্রতারণার অভিযোগে ধৃত দুই যুবক। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৩
Share: Save:

ব্যাঙ্কে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গ্রেফতার হওয়া দুই যুবক আশুতোষ চৌহান এবং অভিষেক পাণ্ডে। বিভিন্ন জব সাইটে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে ওই দুই যুবক এক কোটি টাকার কাছাকাছি আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে আশুতোষ এমবিএম পাশ। অন্য দিকে অভিষেক চাটার্ড ফিনান্সিয়াল অ্যানালেসিস্ট (সিএফএ)। বিভিন্ন জব সাইটে ব্যাঙ্কে চাকরির বিজ্ঞাপন দিত তারা। চাকরিপ্রার্থীরা আবদন করলে তাঁদের বিভিন্ন ব্যাঙ্কে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলত দুই অভিযুক্ত। অভিষেককে প্লেসমেন্ট অফিসার সাজিয়ে সাক্ষাৎকারের বন্দোবস্ত করত আশুতোষ। তদন্তে নেমে এমনটাই জেনেছেন গোয়েন্দারা।

তদন্তকারীদের দাবি, কথাবার্তায় বোঝার উপায় ছিল না যে অভিষেক ভুয়ো ব্যাঙ্ক অফিসার। চাকরির সাক্ষাৎকারে পাশ করলে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হত চাকরিপ্রার্থীদের। ব্যাঙ্কের নিয়োগপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর টাকাও নিত অভিযুক্তরা। কিন্তু কাজে যোগ দিতে গিয়ে তাঁরা বুঝতে পারতেন যে, প্রতারণার শিকার হয়েছেন। এমনই এক চাকরি প্রার্থী প্রতারিত হওয়ার পর কলকাতা পুলিশের দ্বারস্থ হন।

আরও পড়ুন: থানার মধ্যেই মহিলার হাতে হরিদেবপুরে মার খেল পুলিশ, গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন: ‘আপনার কত লাগবে? যত চাইবেন, পাবেন’

স্নাতক হয়েও দীর্ঘ দিন ধরে কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বাগুইআটির বাসিন্দা দ্বৈপায়ন পাল। জব সাইটে একটি বিজ্ঞাপন দেখে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করেন তিনি। পুলিশ সূত্রে খবর, চাকরির জন্য ১ লক্ষ ৪০ হাজার টাকা দিয়েছিলেন ওই যুবক। পরে বিষয়টি ভুয়ো বুঝতে পেরে তিনি পুলিশে অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তে জানা গিয়েছে, দ্বৈপায়নের মতো প্রায় ১০০ জনের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে ধৃতেরা। মধ্য কলকাতার আরএন মুখার্জি রোডে একটি অফিসও ছিল তাদের। জব সাইটে বিজ্ঞাপন দেখে যাঁরা চাকরির আবেদন করতেন, তাঁদের ওই অফিসেই সাক্ষাৎকার নেওয়া হত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE