Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুজোর শহরে পরপর চুরি

পুজোর সময়ে খালি বাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটল শহরে। ষষ্ঠী থেকে দশমীর মধ্যে সার্ভে পার্ক, পঞ্চসায়র, ট্যাংরা এবং চিৎপুরে মোট চারটি চুরির ঘটনা ঘটেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০০:২৮
Share: Save:

পুজোর সময়ে খালি বাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটল শহরে। ষষ্ঠী থেকে দশমীর মধ্যে সার্ভে পার্ক, পঞ্চসায়র, ট্যাংরা এবং চিৎপুরে মোট চারটি চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রের খবর, সার্ভে পার্কের সন্তোষপুর অ্যাভিনিউয়ের বাসিন্দা সন্দীপন কুন্ডু ষষ্ঠীর দিন ফ্ল্যাটে চাবি দিয়ে সপরিবার সিকিম চলে যান। নবমীর দিন এক প়ড়শির কাছ থেকে ফোনে জানতে পারেন, তাঁর ফ্ল্যাটের দরজার তালা ভাঙা অবস্থায় ঝুলছে। শনিবার তিনি ফিরে এসে দেখেন, দরজার তালাই শুধু ভাঙা হয়নি, আলমারিও খোলা। সোনা-রুপোর কিছু গয়না–সহ নগদ ১৫ হাজার টাকাও চুরি গিয়েছে। পুলিশ ওই ফ্ল্যাটের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে।

অন্য একটি ঘটনায় সোনার গয়না ও টাকা চুরির অভিযোগ জানিয়েছেন পঞ্চসায়র থানা এলাকার বাসিন্দা, বছর আশির বীথিকা দত্তগুপ্ত। তিনি জানিয়েছেন, ষষ্ঠী থেকে নবমীর মধ্যে তাঁর বাড়ি থেকে আলমারির তালা ভেঙে সোনার গয়না, সাত হাজার টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজ চুরি গিয়েছে।

সপ্তমীর দিন চুরির ঘটনা ঘটেছে ট্যাংরা থানা এলাকার মথুরবাবু লেনে। পুলিশ জানায়, অন্নপূর্ণা মোদক নামে এক তরুণীর অভিযোগ, ওই দিন সন্ধ্যা সওয়া সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিনি বাড়ির বাইরে ছিলেন। ফিরে এসে দেখেন, দরজার তালা ভেঙে আলমারি থেকে প্রায় ৭৫ হাজার টাকা ও কিছু সোনার গয়না চুরি গিয়েছে।

চিৎপুরের বাসিন্দা সংহতি মুখোপাধ্যায় নামে এক তরুণী জানিয়েছেন, সপ্তমীর দিন বাড়ি থেকে তাঁর ল্যাপটপের ব্যাগ, মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি গিয়েছে। তাঁর মানিব্যাগে কয়েকটি ব্যাঙ্কের এটিএম কার্ড ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theft Panchasayar New Garia Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE