Advertisement
২০ এপ্রিল ২০২৪

বহুতলে আগুন, ফের কাজে এল না ল্যাডার

দীপাবলির আগের দিন, সোমবার সকাল সওয়া এগারোটা নাগাদ আগুন লাগল পার্ক স্ট্রিটে পার্ক হোটেল লাগোয়া এপিজে হাউসে। প্রথমে ছ’তলার সি ব্লকের একটি বেসরকারি আর্থিক সংস্থার অফিসে। পরে তা  ছড়িয়ে পড়ে উপরের দু’টি তলাতেও। 

এপিজে হাউসে আগুন। সোমবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

এপিজে হাউসে আগুন। সোমবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০৪:২১
Share: Save:

দীপাবলির আগের দিন, সোমবার সকাল সওয়া এগারোটা নাগাদ আগুন লাগল পার্ক স্ট্রিটে পার্ক হোটেল লাগোয়া এপিজে হাউসে। প্রথমে ছ’তলার সি ব্লকের একটি বেসরকারি আর্থিক সংস্থার অফিসে। পরে তা ছড়িয়ে পড়ে উপরের দু’টি তলাতেও।

এই ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে সংস্থাটির চারটি ঘর। ওই সংস্থার সার্ভার রুমে শর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লেগেছিল বলে দমকল সূত্রের দাবি। দমকলের বারোটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু বাগড়ি মার্কেটের মতো এখানেও স্কাই ল্যাডার বা বড় মই ঘটনাস্থলে আনা হলেও কোনও কাজে লাগেনি।

ঘটনার সময় ওই আর্থিক সংস্থার দফতরে জনা তিরিশেক কর্মী উপস্থিত ছিলেন। তুহিন সাউ নামে এক কর্মী বলেন, ‘‘হঠাৎই জানলা দিয়ে ধোঁয়া দেখতে পাই। নিরাপত্তারক্ষীরা দ্রুত নেমে যেতে বলেন।’’ আর এক কর্মী দেবাশিস পাল বলেন, ‘‘আমাদের এখানে আগুন লাগলে কী করতে হবে তার মক ড্রিল হয়। ঘণ্টাও বেজে ওঠে। এ বার একনাগাড়ে ঘণ্টা বাজায় বুঝতে পারি বড় বিপদ হয়েছে।’’ নিমাই মণ্ডল নামে এক কর্মী বলেন, ‘‘চার দিক ধোঁয়ায় ঢেকে যাওয়ায় স্টিফেন কোর্টের কথা মনে পড়ে যাচ্ছিল।’’

কালো ধোঁয়া দেখতে পেয়ে এপিজে হাউসের কর্মীদের সঙ্গে আগুন নেভাতে নেমে পড়েন পার্ক হোটেলের কর্মীরাও। ওই হোটেলের আধিকারিক শগুফতা রহমান বলেন, ‘‘হোটেলের জলের রিজার্ভার থেকে দু’টো হোসপাইপ দিয়ে প্রথমে জল দেওয়া শুরু হয়।’’ হোটেলের আর এক কর্মী নির্মাল্য চৌধুরী বলেন, ‘‘এপিজে হাউসের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র তো ছিলই। সেই সঙ্গে আমরাও হোসপাইপ নিয়ে পৌঁছে যাই ছ’তলায়। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি।’’

দমকলের আধিকারিকেরাও জানাচ্ছেন, দমকল, এপিজে হাউসের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ও পার্ক হোটেলের অগ্নিনির্বাপক যন্ত্র একযোগে কাজ করায় আগুন বেশি ছড়াতে পারেনি। ফায়ার অ্যালার্মও ঠিক সময়ে বেজে উঠেছিল। ফলে সকলেই নিরাপদে নেমে আসতে পেরেছিলেন। তবে এ দিনও স্কাই ল্যাডারটি কোনও কাজে আসেনি। প্রথমে গাড়িটি এপিজে হাউস চত্বরে ঢোকার মুখে গেটের কাছেই গাছের ডালে, পরে এপিজে হাউসের গাড়িবারান্দার সিলিংয়ে আটকে যায়। পরে কোনও রকমে অন্য রাস্তা দিয়ে স্কাই ল্যাডার ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ডিজি জগমোহন অবশ্য বলেন, ‘‘স্কাই ল্যাডার লাগিয়ে কাজ শুরু করতে গেলে কিছু ক্ষণের জন্য জল দেওয়া বন্ধ করতে হত। তাতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তাই স্কাই ল্যাডার কাজে লাগানো হয়নি।’’ অন্য দিকে দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘এগুলো সব পুরনো দিনের বাড়ি। তাই ঢুকতে অসুবিধা হয়েছে।’’

এপিজে হাউসের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অফিসটি বাদে বাকি সব অফিসে মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মেই কাজ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE