Advertisement
২০ এপ্রিল ২০২৪

আগুন নিয়ে রিপোর্ট দেবে দমকল

চৌরঙ্গি রোডের নির্মীয়মাণ বহুতল, ‘দ্য ফর্টিটু’-তে আগুন লাগার কারণ খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করছে দমকল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ০০:৫১
Share: Save:

চৌরঙ্গি রোডের নির্মীয়মাণ বহুতল, ‘দ্য ফর্টিটু’-তে আগুন লাগার কারণ খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করছে দমকল। রবিবার দমকলের ডিজি জগমোহন বলেন, ‘‘ওই বহুতলে কী ভাবে আগুন লাগল, সে বিষয়ে ডিস্ট্রিক্ট ফায়ার অফিসারকে (ডিএফও) তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ পাশাপাশি তিনি জানান, এই ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়ে শহরের অন্যান্য বহুতলের অগ্নি-নির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দমকল। দমকলের ডিজি-র কথায়, ‘‘ন্যাশনাল বিল্ডিং কোড (এনবিসি) অনুযায়ী শহরে এই সব বহুতলে নিজস্ব অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা মজুত আছে। তবুও প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এ বার নিয়মিত মক ড্রিলের ব্যবস্থা করব।’’

এ শহরের সর্বোচ্চ বহুতল ‘দ্য ফর্টিটু’-তে শনিবার বিকেলে আগন লাগে। দমকল সূত্রের খবর, তখন বহুতলের লিটল রাসেল স্ট্রিটের দিকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ‘ডাক্ট’ বসানোর কাজ চলছিল। দমকল জানিয়েছে, ওয়েল্ডিং করে ‘ডাক্ট’ বসানোর সময়ে বাইরের দিকে জালে আগুন লেগে যায়। সেই আগুন ছ়়ড়িয়ে পড়লে ছড়ায় আতঙ্ক। পরে ‘দ্য ফর্টিটু’-র নির্মাণকর্মীরা নিজস্ব অগ্নি-নির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দমকল সূত্রের খবর, ওই নির্মীয়মাণ বহুতলে বিভিন্ন দাহ্য পদার্থ আছে। দমকলের ডিজি বলেন, ‘‘নির্মীয়মাণ বহুতলটি থেকে সব দাহ্য বস্তু সরাতে বলা হয়েছে। নির্মাণকাজের সময়ে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে বহুতল কর্তৃপক্ষকে।’’ এ দিকে ‘দ্য ফর্টিটু’-র এক মুখপাত্র জানান, ঘটনার পর থেকে নির্মাণকাজ চালানোর সময়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন তাঁরা। বহুতলের মধ্যে যাবতীয় দাহ্য বস্তুও সরিয়ে ফেলা হচ্ছে বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Report Fire Brigade The 42
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE