Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Ganges

২০ ঘণ্টা পরও খোঁজ মেলেনি ফ্লোটেলের ম্যানেজারের

রবিবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কাজ। গঙ্গায় ডুবুরি নামিয়ে শুরু তল্লাশি।

পিকনিক থেকে ফেরার পথে অরিন্দম বসু লঞ্চ থেকে কোনওভাবে গঙ্গায় পড়ে গিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।প্রতীকী ছবি।

পিকনিক থেকে ফেরার পথে অরিন্দম বসু লঞ্চ থেকে কোনওভাবে গঙ্গায় পড়ে গিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৪:৩৬
Share: Save:

ইতিমধ্যেই কেটে গিয়েছে ২০ ঘণ্টার বেশি সময়। এখনও খোঁজ মিলল না ফ্লোটেলের ম্যানেজার অরিন্দম বসুর। শনিবার পিকনিক করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান তিনি। ঘটনাটি ঘটে বিকেল চারটে নাগাদ।

ঘটনার পর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। খবর পেয়েই রিভার ট্রাফিক পুলিশ উদ্ধারকার্য শুরু করে। কিন্তু, রাতে আলো কম থাকায় এবং কুয়াশার জন্য তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়। রবিবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কাজ। গঙ্গায় ডুবুরি নামিয়ে শুরু তল্লাশি।

পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে নাজিরগঞ্জে পিকনিকে গিয়েছিলেন অরিন্দম। সেখান থেকে শনিবার বিকেলে ফেরার পথে তিনি লঞ্চ থেকে কোনওভাবে গঙ্গায় পড়ে গিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরও পড়ুন: ছেলেকে কবর দিয়ে বাড়ি ছাড়লেন বাবা

এ দিকে এই ঘটনার পরই পশ্চিম বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন অরিন্দম বসুর স্ত্রী। পুলিশ তদন্ত শুরু করেছে। কী করে তিনি গঙ্গায় পড়ে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ। অরিন্দম বসুর সহকর্মী এবং ওই লঞ্চের চালককে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ganges Floatel ফ্লোটেল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE