Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ছাদ ভেঙে আহত প্রাক্তন পুলিশকর্মী

একতলায় কেউ থাকতেন না। বাড়িটির অবস্থা অত্যন্ত জীর্ণ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দিন কয়েক আগে একতলার ছাদ ভেঙে পড়ে। তখন দোতলা থেকে পড়ে যান শেফালিদেবী। তাঁর দু’টি পা-ই ভেঙে যায়।

এর পরে পুলিশ একতলার ঘরের তালা ভেঙে গুরুতর জখম অবস্থায় শেফালিদেবীকে উদ্ধার করে। প্রতীকী চিত্র।

এর পরে পুলিশ একতলার ঘরের তালা ভেঙে গুরুতর জখম অবস্থায় শেফালিদেবীকে উদ্ধার করে। প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৮
Share: Save:

একতলার ছাদ ভেঙে গুরুতর আহত হলেন ৬৮ বছরের এক প্রাক্তন মহিলা পুলিশকর্মী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বারুইপুর রেলগেটের কাছে। আহতের নাম শেফালি চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, ওই এলাকার একটি দোতলা বাড়িতে একাই থাকতেন শেফালিদেবী। একতলায় কেউ থাকতেন না। বাড়িটির অবস্থা অত্যন্ত জীর্ণ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দিন কয়েক আগে একতলার ছাদ ভেঙে পড়ে। তখন দোতলা থেকে পড়ে যান শেফালিদেবী। তাঁর দু’টি পা-ই ভেঙে যায়।

স্থানীয় সূত্রের খবর, বারুইপুর পুরাতন বাজারে থাকেন শেফালিদেবীর দাদা প্রদীপ চক্রবর্তী। প্রদীপবাবুর মেয়ে বৃহস্পতিবার পিসির বাড়িতে পুজোর প্রসাদ দিয়ে এসেছিলেন। বহু ডেকেও শেফালিদেবীর সাড়া না পাওয়ায় তিনি বাড়ি ফিরে প্রদীপবাবুকে খবর দেন। খবর যায় থানাতেও।

এর পরেই আসে বারুইপুর থানার পুলিশ। প্রথমে তারা সিঁড়ির দরজা খুলে দোতলায় ওঠে। দেখা যায়, একতলার ছাদের একাংশ ভেঙে পড়ে রয়েছে। কিন্তু ওই প্রৌঢ়ার খোঁজ নেই। এর পরে পুলিশ একতলার ঘরের তালা ভেঙে গুরুতর জখম অবস্থায় শেফালিদেবীকে উদ্ধার করে। তাঁকে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল, পরে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baruipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE