Advertisement
১৬ এপ্রিল ২০২৪

উত্তর থেকে দক্ষিণ, পুজোয় শহর ভাসল জনস্রোতে

পুজোর বাদ্যি বেজেছিল আগেই। সোমবার বোধন সন্ধ্যায় জমে গেল উৎসব কাপ। টানটান লড়াই শুরু হল উত্তুরে হাওয়া বনাম দখিনা বাতাসের। 

উন্মাদনা: সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শনার্থীদের ভিড় সামলাচ্ছে পুলিশ। সোমবার, ষষ্ঠীর সন্ধ্যায়। ছবি: বিশ্বনাথ বণিক

উন্মাদনা: সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শনার্থীদের ভিড় সামলাচ্ছে পুলিশ। সোমবার, ষষ্ঠীর সন্ধ্যায়। ছবি: বিশ্বনাথ বণিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০০:৫৮
Share: Save:

উত্তুরে হাওয়ায় মাতোয়ারা শহর! শ্রীভূমি থেকে জনজোয়ার উল্টোডাঙা হয়ে আছ়়ড়ে পড়ছে হাতিবাগানে। পায়ে পায়ে সেই ভি়ড় এগিয়ে এক দিকে আহিরীটোলা, অন্য দিকে কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। বোধন সন্ধ্যায় টালা, শ্যামবাজার থেকে পিলপিল করে মানুষ এগিয়ে যাচ্ছিলেন বাগবাজার সর্বজনীনের দিকে।

জোর কম নেই দখিনা বাতাসেও! সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, হিন্দুস্থান পার্ক, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, শিবমন্দিরের মতো তারকা তো ছিলই। এ বার চমকের তালিকায় উঠে এসেছে ভবানীপুর অবসর, পাটুলি সর্বজনীনও। বোধন সন্ধ্যাতেই ভি়ড় দেখে অবসর-কর্তা শ্যামল নাগদাস আগাম ‘সেলিব্রেশন’ ঘোষণা করে দিয়েছেন।

পুজোর বাদ্যি বেজেছিল আগেই। সোমবার বোধন সন্ধ্যায় জমে গেল উৎসব কাপ। টানটান লড়াই শুরু হল উত্তুরে হাওয়া বনাম দখিনা বাতাসের।

পুজো ময়দান বলছে, উত্তর ক্রমশ ছড়াচ্ছে। শিল্পী ভবতোষ সুতারের হাত ধরে ‘অর্জুনপুর আমরা সবাই’ ক্লাব এবং পূর্ণেন্দু দে-র হাত ধরে ‘কেষ্টপুর প্রফুল্লকানন’ তারকার তালিকায় ঢুকেছে। কয়েক বছর আগেও পুজোর রাতে তারাশঙ্কর সরণিতে টিমটিমে আলো জ্বলত। টালা প্রত্যয়ের হাত ধরে সেখানে এখন শুধু কালো মাথার ভিড়। শ্রীভূমির ভিড়ের দাপটে ভিআইপি রোডের নাকাল অবস্থা। সেই চাপ এসে পড়ছে উল্টোডাঙা, ই এম বাইপাসে। উল্টোডাঙার পল্লিশ্রী, তেলেঙ্গাবাগান, বিধান সঙ্ঘ, গৌরীবেড়িয়া হয়ে সোজা ঢুকছে হাতিবাগানের দিকে। কাশী বোস লেনের ‘বারান্দা’ থিম এ বার অনেক ব়়ড় ক্লাবকে পিছনে ফেলেছে। উপচে পড়া ভিড় দেখে আত্মহারা পুজো কমিটির সদস্যেরা। আর ভিড় টানার লড়াইয়ে কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার তো অভিজ্ঞ খেলোয়া়ড়।

কাঁকু়ড়গাছি মিতালি, স্বপ্নারবাগান, বেলেঘাটা ৩৩ পল্লির পাশাপাশি সন্ধানীও প্রথম বার থিম গ়ড়েই নজর কে়ড়েছে। ছোট পরিসরে নজর কেড়েছে শ্যামপুকুর আদি সর্বজনীন, বাগমারি ১৪ পল্লির মতো বহু পুজো।

দক্ষিণের পালেও এ বার নতুন হাওয়া লেগেছে। চেনা তারকাদের পাশে উঠে এসেছে সিস্টার নিবেদিতা এবং বুড়োশিবতলা জনকল্যাণ, পাটুলি সর্বজনীন, কামডহরি সুভাষপল্লির মতো নতুন মুখ। সেতু ভাঙার দুঃখ ভুলিয়ে বেহালা ক্লাব, ২৯ পল্লি, নূতন দল, বড়িশা ক্লাব, ইয়ংমেন্স অ্যাসোসিয়েশন, নতুন সঙ্ঘের মণ্ডপে জনজোয়ার নেমেছে। তবে সকলকে ছাপিয়ে যাচ্ছে রাসবিহারী, কালীঘাট, চেতলা চত্বর। ৬৬ পল্লি, বাদামতলা হয়ে গন্তব্য ছিল অগ্রণী। মুদিয়ালির ডোকরার মণ্ডপও তাক লাগিয়েছে। ওই এলাকায় ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ। যোধপুর পার্ক ৯৫ পল্লিতে আটকে থাকা ভিড় সামলাতে হস্তক্ষেপ করতে হয় ট্র্যাফিকের অফিসারদের। গড়িয়ার মিতালি সঙ্ঘও এ বার ভিড়ে টেক্কা দিচ্ছে অনেককে। ভবানীপুর ৭৫ পল্লির ‘উল্টে পাতা শোনাই কথা’ থিমও লোকের নজর কাড়ছে। সন্ধ্যা পেরোতেই আড্ডা জমেছে ম্যাডক্স স্কোয়ারে।

সন্ধ্যায় না হয় ভিড়ের কাছে নাকাল হল পুলিশ। সকাল থেকে জনতা এবং পুলিশকে ভুগিয়েছে যানজট। সঙ্গে উপরি পাওনা ছিল মেট্রো বিভ্রাট। ফলে মাটির উপরে ও নীচে থমকে গিয়েছিল পরিবহণ। পুলিশ সূত্রের খবর, খন্না মোড়, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ধর্মতলা, রাসবিহারী অ্যাভিনিউয়ে যানজট হয়েছে। সন্ধ্যায় ভুগিয়েছে গড়িয়াহাট। তবে বেলি ব্রিজের কারণে নিউ আলিপুর চত্বর সামাল দিতে পেরেছে পুলিশ। ভিআইপি রোডে এমনিতেই যানজট হচ্ছে। তার উপরে পূর্ত দফতরের সুপারিশ মেনে পুলিশ সল্টলেক ও ভিআইপি রোডের সংযোগকারী ফুটব্রিজ বন্ধ করে দেওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন মানুষজন। কালিন্দীর বাসিন্দা অশীতিপর অমর মিশ্র বলছেন, ‘‘একে তো ফুটব্রিজ বন্ধ। তার উপরে বাঙুরে রাস্তা বন্ধ করে রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের পুজো হচ্ছে।’’ বাসিন্দাদের প্রশ্ন, ফুটব্রিজের যে স্বাস্থ্য খারাপ, তা কি পুজোর আগেই খেয়াল হয়েছে?

দমদম পার্কের পুজোর জন্য বড় রাস্তার পাশাপাশি বন্ধ ভিতরের অধিকাংশ রাস্তাও। ফলে স্থানীয় মানুষের হাসফাঁস দশা। বিরক্ত এক বাসিন্দা বলেন, ‘‘ছোট্ট একটা জায়গায় এতগুলো পুজো হচ্ছে। সব ক’টি পুজোই নিজের দিকের রাস্তাও বন্ধ করে দিয়েছে। বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকতে পারছি না। কেউ অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার রাস্তাটুকুও মিলবে কি না সন্দেহ!’’ বাঙুরে রাস্তার উপরে মণ্ডপ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়েরা। সল্টলেকের এক বাসিন্দার প্রশ্ন, ‘‘নিজের বাড়ি ফিরতে হলেও এত ভোগান্তি সইতে হবে?’’

রাত বাড়লেও গড়িয়াহাটের অবস্থা স্বাভাবিক হয়নি। এক়ডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক থেকে দলে দলে লোক বেরিয়ে রওনা দিয়েছেন বাবুবাগান, বান্ধব সম্মিলনী, সেলিমপুর, যোধপুর পার্কের দিকে। বাগবাজার থেকে অবিরাম লোকের ঢল এসেছে কুমোরটুলি, আহিরীটোলায়। ভি়ড় পারাপারের জন্য গাড়ি আটকাতে হয়েছে পুলিশকে।

বোধনের রাত শেষ। শোনা যাচ্ছে সপ্তমীর বাদ্যি। পুলিশ, যানজট সরিয়ে লড়াই শুরু উত্তুরে হাওয়া ও দখিনা বাতাসের!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE