Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দমদমে বিমানের সিটের নীচে উদ্ধার আধ কিলোর বেশি চোরাই সোনা

বিমানের আসনের তলা থেকে আবার পাওয়া গেল সোনা। শনিবার মাঝ রাতে তাই বিমানসংস্থার বিমান কলকাতা ছোঁওয়ার পরে তল্লাশি চালান শুল্ক দফতরের আধিকারিকরা। একটি আসনের গদির তলা থেকে পাওয়া গিয়েছে মোট ৫৫০ গ্রাম ওজনের সোনার বার, যার বাজারদর প্রায় ১৫ লক্ষ টাকা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১৬:৫০
Share: Save:

বিমানের আসনের তলা থেকে আবার পাওয়া গেল সোনা। শনিবার মাঝ রাতে তাই বিমানসংস্থার বিমান কলকাতা ছোঁওয়ার পরে তল্লাশি চালান শুল্ক দফতরের আধিকারিকরা। একটি আসনের গদির তলা থেকে পাওয়া গিয়েছে মোট ৫৫০ গ্রাম ওজনের সোনার বার, যার বাজারদর প্রায় ১৫ লক্ষ টাকা। বিমানের আসনের গদি চেয়ারের উপর আলাদা করে বসানো থাকে। ফলে গদিটিকে চেয়ার থেকে তুলেও ফেলা যায়। সেই গদির তলাতেই লুকানো ছিল সোনার বার।

সূত্রের খবর, সেই আসনে যে যাত্রী ব্যাঙ্কক থেকে কলকাতায় এসেছিলেন তাঁকে ডেকে জেরাও করেন শুল্ক অফিসারেরা। সেই যাত্রী জানান, বিমান ছাড়ার একটু পরেই তিনি পিছনের দিকে অন্য একটি খালি আসনে গিয়ে বসেছিলেন। তিনি এই সোনার বিষয়ে কিছুই জানেন না। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোনা পাচার মূলত ব্যাঙ্কক থেকেই হয় বলে সেখান থেকে আসা বিমান নিয়মিত তল্লাশি চালাচ্ছেন শুল্ক অফিসারেরা। এর আগেও এ ভাবে বিমানের আসনের তলা থেকে সোনা পাওয়া গিয়েছে। কিন্তু, সেই সোনা কে বা কারা পাচার করছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

শুল্ক অফিসারদের সন্দেহ, কলকাতায় বিমান নামার পরে যাঁরা বিমান পরিষ্কার করার কাজ করেন, তাঁদের মধ্যে কেউ এই পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে। সন্দেহ, নির্দিষ্ট কোন আসনের তলায় সোনা রাখা আছে তা আগে থেকে জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট সাফাইকর্মীকে। তিনি পরিষ্কার করার ফাঁকে তা বার করে আনেন বিমান থেকে। পরে সুবিধা মতো সময়ে তা পাচার হয়ে যায় বিমানবন্দরের বাইরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE