Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ঢেলে সাজানো হবে আলিপুরের সরকারি এলাকা

আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার, প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের বাংলো— দক্ষিণ কলকাতার আলিপুরে রয়েছে বেশ কিছু সরকারি ভবন। সেই সরকারি ভবনগুলিকে ঢেলে সাজাতে এ বার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ০২:২৮
Share: Save:

রাজ্য সরকারের নজরে এ বার আলিপুরের সরকারি এলাকা।

আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার, প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের বাংলো— দক্ষিণ কলকাতার আলিপুরে রয়েছে বেশ কিছু সরকারি ভবন। সেই সরকারি ভবনগুলিকে ঢেলে সাজাতে এ বার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এর জন্য সম্প্রতি একটি কমিটি তৈরি করা হয়েছে। যার চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার তথা বর্তমানে রাজ্য পুলিশ হাউজিং কর্পোরেশনের চেয়ারম্যান শিবাজী ঘোষকে। এই প্রকল্প রূপায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো একযোগে কাজ করবে কলকাতা পুরসভা এবং রাজ্য নগরোন্নয়ন দফতর।

কলকাতা পুরসভা এবং নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মলয় দে এই উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি বৈঠক করেন। সেখানেই শিবাজীবাবুকে চেয়ারম্যান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে ভূমি, পূর্ত, কারা, হাউজিং, নগরোন্নয়ন দফতর এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা উপস্থিত ছিলেন। সেখানে স্থির হয় যে, শিবাজীবাবুর এই কমিটিতে মোট ছ’জন সদস্য থাকবেন। এক জন যুগ্ম সচিব, চিফ ইঞ্জিনিয়ার (সিভিল) সরকারি স্থপতি, অর্থ দফতরের একজন অফিসার, ভূমি দফতরের এক আধিকারিক এবং কলকাতা পুরসভার এক জন প্রতিনিধি থাকবেন ওই কমিটিতে।

নবান্ন সূত্রের খবর, আলিপুর এলাকায় বেশ কিছু সরকারি ভবন রয়েছে। তার মধ্যে রয়েছে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এবং সেখানকার সুপারের আবাসন, প্রেসিডেন্সি সংশোধনাগার, বিজি প্রেস, দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের বাংলো, ডিজি-র সরকারি আবাস, প্রেস ফর্ম দফতর ইত্যাদি। তবে এই সরকারি ভবনগুলিতে কী ধরনের উন্নয়ন হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে সূত্রের খবর।

কারা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি আলিপুর সংশোধনাগার ওই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরে সরিয়ে নিয়ে যাওয়া হবে হবে প্রেসিডেন্সি সংশোধনাগারও। তার ফলে ওই এলাকায় অনেকটাই উন্নয়নের সুযোগ থাকছে। তবে ওই সংশোধনাগারগুলির মধ্যে বেশ কিছু হেরিটেজ জায়গাও রয়েছে। সেই জায়গাগুলিতে কী করা হবে, সেই বিষয়ে হেরিটেজ কমিশনের সঙ্গে কথা বলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alipore Beautification Nabanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE