Advertisement
২০ এপ্রিল ২০২৪

মেলায় বিক্রি বন্দিদের তৈরি জিনিস

গত ২ জানুয়ারি থেকে লিচুবাগানে শুরু হয়েছে দমদম উৎসব। আগামী ৯ জানুয়ারি তা শেষ হবে।

গত ২ জানুয়ারি থেকে লিচুবাগানে শুরু হয়েছে দমদম উৎসব। প্রতীকী ছবি।

গত ২ জানুয়ারি থেকে লিচুবাগানে শুরু হয়েছে দমদম উৎসব। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০২:২৯
Share: Save:

দমদম উৎসবে এ বার ঠাঁই পেল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের তৈরি সামগ্রী। এর আগে বিভিন্ন জায়গায় তাঁদের তৈরি জিনিস বিক্রি হলেও এলাকার মানুষ সেগুলি প্রথমবার চাক্ষুষ করার সুযোগ পেলেন।

গত ২ জানুয়ারি থেকে লিচুবাগানে শুরু হয়েছে দমদম উৎসব। আগামী ৯ জানুয়ারি তা শেষ হবে। সেখানেই একটি স্টলে রয়েছে বন্দিদের তৈরি ব্যাগ, ফাইল, গামছা, ফিনাইল, কাঠের ছোট আসবাবপত্র-সহ নানা সামগ্রী।

দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান, সংশোধনাগার পুর এলাকারই অর্ন্তগত। সেখানে কী ভাবে নিত্য ব্যবহার্য সামগ্রী তৈরি করেন বন্দিরা, তা এলাকার সামনে তুলে ধরার ভাবনা থেকেই সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীর কাছে স্টল দেওয়ার আর্জি জানান পুর কর্তৃপক্ষ। সংশোধনাগারের তরফে সেই আবেদন ডিজি (কারা)-র কাছে পাঠানো হয়। তাঁর থেকে অনুমতি মেলার পরেই স্টল দেওয়ার সিদ্ধান্ত নেন সংশোধনাগার কর্তৃপক্ষ।

বরুণবাবু জানিয়েছেন, বন্দিদের তৈরি সামগ্রীর প্রশংসা করছেন মেলায় আসা মানুষেরা। এমনকি, প্রথম দফায় যে সব সামগ্রী স্টলে রাখা হয়েছিল, তা বিক্রি হয়ে গিয়েছে। ফের সংশোধনাগার থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। কারা দফতরের কর্তাদের মতে, সাধারণ মানুষ সংশোধনাগারের আবাসিকদের তৈরি সামগ্রী নিয়ে উৎসাহ দেখাচ্ছেন। তাতে আরও ভাল কাজ করার উৎসাহ পাবেন আবাসিকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Handicraft Dum Dum Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE