Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মশা দমনে সাহায্যের আশ্বাস স্বাস্থ্য মিশনের

কলকাতা লাগোয়া কয়েকটি পুরসভার দুর্বল পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেবে জাতীয় স্বাস্থ্য মিশন। শনিবার ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনভিবিডিসিপি)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় কলকাতা-সহ লাগোয়া ১০টি পুর-প্রশাসনের।

মশা-দমন পরিকাঠামো  উন্নয়নে অর্থ সাহায্য জাতীয় স্বাস্থ্য মিশনের।

মশা-দমন পরিকাঠামো উন্নয়নে অর্থ সাহায্য জাতীয় স্বাস্থ্য মিশনের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০০:২২
Share: Save:

কলকাতা লাগোয়া কয়েকটি পুরসভার দুর্বল পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেবে জাতীয় স্বাস্থ্য মিশন। শনিবার ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনভিবিডিসিপি)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় কলকাতা-সহ লাগোয়া ১০টি পুর-প্রশাসনের। পুরসভা সূত্রের খবর, শহরে মশাবাহিত রোগের প্রকোপ দু’তিন বছর ধরে কমলেও শহর লাগোয়া পুরসভায় মশা দমনের পরিকাঠামো তেমন নেই। ওই সব পুরসভা থেকে আগত মানুষজনের শরীর থেকে মশাবাহিত জীবাণু এ শহরে ছড়াচ্ছে। তাই অন্য পুরসভাগুলিতে মশা দমনের পরিকাঠামো বাড়ানো নিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনে আবেদন জানানো হয়েছিল। তার ভিত্তিতেই এ দিন বৈঠক হয় কলকাতায়।

এ দিন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, বিধাননগর, হাওড়া, দমদম, মহেশতলা, বারুইপুর-সহ মোট ১০টি পুরসভার প্রশাসকদের সঙ্গে বৈঠক হয়েছে। মশাবাহিত রোগ নিবারণে ওই সব পুরসভার কী কী পরিকাঠামো দরকার তা জানানো হয়েছে। প্রতিটি পুরসভার জনসংখ্যা, গত ক’বছরের মশাবাহিত রোগের তথ্য এবং ডাক্তারের সংখ্যা সম্বলিত রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি জানান, মোট ১১ কোটি টাকা আর্থিক সহায়তার জন্য বলা হয়েছে। এর মধ্যে পরিকাঠামো উন্নয়নে ৯ কোটি ৭৬ লক্ষ এবং বাকি টাকা কর্মী নিয়োগে খরচ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE