Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Rain

ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে জলবন্দি কলকাতা, আগামিকালও বর্ষণের পূর্বাভাস

বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জেলাতেও।

পুকুর নয়। চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে জলমগ্ন রাস্তা। ছবি: সমর বিশ্বাস।

পুকুর নয়। চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে জলমগ্ন রাস্তা। ছবি: সমর বিশ্বাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ১৬:২৬
Share: Save:

ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে রীতিমতো জলবন্দি মহানগর। থমকে যায় যান চলাচল। অফিস-স্কুল বন্ধ থাকলেও রবিবার দুপুরের বৃষ্টির জেরে আটকে পড়েন বহু মানুষ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি চলবে বলেই খবর। বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জেলাতেও।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এ দিন বেলা তিনটে পর্যন্ত মানিকতলা (৩০ মিলিমিটার), ঠনঠনিয়া (৪৬ মিলিমিটার), বালিগঞ্জ (৫৭ মিলিমিটার) , চেতলা (২৪ মিলিমিটার), কালীঘাট (৩৫ মিলিমিটার)-সহ বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: হিন্দু হস্টেল নিয়ে অবস্থান অব্যাহত

এ দিনের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। চাঁদনি চক, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধান সরণি, কলেজ স্ট্রিট, উল্টোডাঙ্গা, কাঁকুড়গাছি-সহ বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টির জেরে জল জমে যায় সেক্টর ফাইভের রাস্তাতেও। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় অফিস যাত্রীদের চাপ কম ছিল, ফলে ততটা দুর্ভোগ মাত্রা ছাড়ায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rain Cyclone Monsoon Weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE