Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হাইট বার ভেঙে বিপত্তি ডানলপ উড়ালপুলে, ভোগাল যানজট

ভোরে বিকট শব্দ শুনে ডানলপ উড়ালপুলের আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে গিয়েছিল। তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, উড়ালপুলের হাইট বারটি ভেঙে পড়ে রয়েছে। শনিবার ভোরের এই ঘটনার জেরে তীব্র যানজট হয় ডানলপ মোড়ে।

অঘটন: ভেঙে পড়েছে ডানলপ উড়ালপুলের হাইট বার। শনিবার। ছবি: সজল চট্টোপাধ্যায়

অঘটন: ভেঙে পড়েছে ডানলপ উড়ালপুলের হাইট বার। শনিবার। ছবি: সজল চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০১:১২
Share: Save:

ভোরে বিকট শব্দ শুনে ডানলপ উড়ালপুলের আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে গিয়েছিল। তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, উড়ালপুলের হাইট বারটি ভেঙে পড়ে রয়েছে। শনিবার ভোরের এই ঘটনার জেরে তীব্র যানজট হয় ডানলপ মোড়ে।

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরেই রাজ্য জুড়ে বিভিন্ন সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষায় নেমেছিল প্রশাসন। তখনই অন্যান্য জায়গার মতো ডানলপ মোড়ের এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তাতে বেয়ারিংয়ের সমস্যা রয়েছে। এর পরেই পূর্ত দফতর ওই উড়ালপুলে ভারী যান চলাচল নিষিদ্ধ করে। সেই মতো প্রায় দেড় মাস ধরে ডানলপ উড়ালপুল দিয়ে বাস, লরি যাতায়াত করছে না। শুধুমাত্র মোটরবাইক, ছোট গাড়ি চলাচলের অনুমতি রয়েছে।

এই ব্যবস্থার মাঝেই হাইট বারের উপরের বিমটি ভেঙে পড়ে শনিবার ভোরে। কিন্তু কী ভাবে ওই

ঘটনা ঘটল, তা স্পষ্ট নয় পুলিশ ও পূর্ত দফতরের কাছে। প্রাথমিক ভাবে তাদের অনুমান, নিয়ম না জানার ফলে নিবেদিতা সেতু থেকে নেমে আসা কোনও মালবাহী লরি ওই সেতুতে উঠে পড়েছিল। আর সেই লরির গতি বেশি থাকাতেই ঘটনাটি ঘটেছে। তবে ওই উড়ালপুলে ওঠার মুখে

কোনও সিসি ক্যামেরা না থাকায় প্রকৃত ঘটনা জানা সম্ভব হচ্ছে না। রাস্তা থেকে ওই হাইট বারের উচ্চতা প্রায় তিন মিটার।

২০১২ সালে ডানলপ মোড়ের যানজট কমাতে তৈরি হয় ওই উড়ালপুল। ডানলপ মোড়ের আগে সবেদাবাগান বাসস্টপের সামনে থেকে শুরু হয়ে বি টি রোডে

সুভাষপল্লিতে গিয়ে শেষ রয়েছে প্রায় ৯০০ মিটার লম্বা ওই উড়ালপুল। কয়েক মাস আগে ডানলপ মোড়ে যানজট দূর করতে পুলিশ সিদ্ধান্ত নেয়, কলকাতামুখী সব গাড়িকে ওই উড়ালপুল দিয়েই যেতে হবে। সেই মতো ডানলপ মোড় থেকে কলকাতার দিকে যাওয়ার রাস্তা রেলিং দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে পুজোর আগে পূর্ত দফতরের নির্দেশিকা অনুসারে ডানলপের ওই উড়ালপুল দিয়ে বাস, লরি চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে সেই সব গাড়ি ডানলপ মোড় হয়ে কলকাতার দিকে যাওয়ায় প্রতিদিনই তীব্র যানজট হচ্ছিল বি টি রোডের উপরে গুরুত্বপূর্ণ ওই চার রাস্তার মোড়ে।

উড়ালপুলে ওঠার মু‌খে লোহার বিমটি পড়ে থাকায় এ দিন সকালে ছোট গাড়ি এবং মোটরবাইক আরোহীদেরও ডানলপ মোড় হয়ে কলকাতার দিকে যেতে হয়। তার ফলে এ দিন যানজট আরও

তীব্র হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে ডানলপ ট্র্যাফিক গার্ডের আধিকারিকদের। প্রশাসন সূত্রের খবর, আগামী ৫ নভেম্বর দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তার আগেই যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, তার জন্য এ দিনই ভাঙা হাইট বার সারানো শুরু করেছে পূর্ত দফতর।

দফতরের এক কর্তা বলেন, ‘‘ভাঙা বিমটি সরাতে ক্রেন আনা হয়েছে। ওই হাইট বারের উচ্চতা আরও কিছুটা কমাতে অনুরোধ করেছে পুলিশ। সেই মতো কাজ হচ্ছে।’’ শনিবারই এই কাজ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান পূর্ত কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Height Bar Traffic Dankuni Flyover
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE