Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মেট্রোর জন্য হাট সরাতে উদ্যোগ হাওড়ায়

মেট্রো চালু হওয়ার আগেই হাওড়া ময়দান এলাকা থেকে হাট সরিয়ে ফেলতে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে হাওড়া পুরসভা। সেই সঙ্গে হাওড়া হাটের পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে আলাদা করে রিপোর্ট দেবে হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া সিটি পুলিশ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২১
Share: Save:

মেট্রো চালু হওয়ার আগেই হাওড়া ময়দান এলাকা থেকে হাট সরিয়ে ফেলতে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে হাওড়া পুরসভা। সেই সঙ্গে হাওড়া হাটের পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে আলাদা করে রিপোর্ট দেবে হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া সিটি পুলিশ। সোমবার হাওড়া পুরসভার উদ্যোগে হাটগুলি ঘুরে দেখেন মেয়র রথীন চক্রবর্তী, পুর কমিশনার বিজিন কৃষ্ণ, জেলাশাসক চৈতালি চক্রবর্তী, পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী এব‌ং সিইএসসি-র প্রতিনিধিরা। পরে মেয়র বলেন, ‘‘যে ভাবে হাট চলছে, তা জতুগৃহ ছাড়া কিছু নয়। তাই রাজ্য সরকারের কাছে আমরা আলাদা করে সমীক্ষা-রিপোর্ট জমা দেব। মেট্রো চালু হওয়ার আগে হাট অন্যত্র সরানোর জন্য দ্রুত কী ব্যবস্থা নেওয়া যায়, রাজ্য সরকারকে তা দেখতে বলব।’’

হাওড়া পুরসভা সূত্রে খবর, এ দিন বেলা ১১টা নাগাদ মেয়রের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের দলটি পোড়া মঙ্গলাহাট-সহ বিভিন্ন হাট ঘুরে দেখেন। কথা বলেন হাটের ব্যবসায়ীদের সঙ্গেও। পরে মেয়র জানান, হাটগুলি যে ভাবে চলছে, তাতে সেখানে আগুন লাগলে কী হতে পারে এবং মেট্রো চালু হওয়ার পরে হাওড়া ময়দান এলাকার অবস্থাই বা কেমন দাঁড়াবে, সে সব নিয়েই কয়েক দফায় বৈঠক করা হয়।

মেয়র বলেন, ‘‘মেট্রো চালু হলে তখন হাট ও মেট্রোর মিলিত ভিড় সামলানো কঠিন হবে। কারণ, সে সময়ে প্রতিদিন গড়ে আড়াই লক্ষ লোক হাওড়া ময়দানে আসবে। তাই মেট্রোর সঙ্গে বৈঠকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ নিয়ে একটি নকশা তৈরির পাশাপাশি হাওড়া ময়দানে বসা দোকানিদের কী করা হবে, তা নিয়েও আলোচনা হয়।’’ পাশাপাশি, শহরে পার্কিং কোথায় করা হবে, তা নিয়েও পুলিশের সঙ্গে কথা হয়েছে এ দিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Market Metro Howrah Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE