Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাইবার অপরাধ সচেতনতায় হবে কেন্দ্র

ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে শুরু করে বহু গোপনীয় তথ্য আদানপ্রদানও অনলাইনে করা হয়।

বাড়ছে সাইবার অপরাধ।

বাড়ছে সাইবার অপরাধ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০২:০৩
Share: Save:

সাইবার অপরাধ দমনে এ বার বিশ্ববিদ্যালয়ে খোলা হবে সাইবার নিরাপত্তা কেন্দ্র। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) উপাচার্য সৈকত মৈত্র জানান, সল্টলেকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সেন্টার গড়া হবে। ওই কাজে তাঁকে সাহায্য করছে রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতর। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকেও সাহায্য করবে ওই কেন্দ্র।
উপাচার্য জানান, প্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাধারণ মানুষের প্রযুক্তি-নির্ভরতা বাড়ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে শুরু করে বহু গোপনীয় তথ্য আদানপ্রদানও অনলাইনে করা হয়। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। এই ধরনের জালিয়াতদের হাত থেকে রক্ষা পেতে প্রতিটি মানুষেরই সাইবার অপরাধ বিষয়ে সচেতন হওয়া উচিত। আর সেই সচেতনতার শিক্ষা ছাত্রাবস্থা থেকেই পাওয়া উচিত। তাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই শুরু হচ্ছে ওই উদ্যোগ।
বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, প্রথমে কোনও সংস্থাকে দিয়ে ওই কেন্দ্রের কাজ শুরু করা হবে। সঙ্গে থাকবেন পড়ুয়ারাও। পুলিশকেও সহায়তা করবেন তাঁরা।
সৈকতবাবু জানান, কয়েক মাস আগে এ বিষয়ে আলোচনা শুরু হয়। পরে রাজ্য সরকারও এই কাজে সাহায্যের জন্য এগিয়ে আসে। ওই সেন্টারের প্রধান কাজ হবে সাইবার সচেতনতার প্রচার করা। পরবর্তী পর্যায়ে ওই সেন্টারে সাইবার সংক্রান্ত অপরাধ বন্ধ করার উপায় খুঁজতে গবেষণাও শুরু হবে। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনেরও পরিবর্তন হয়। তাই নিরন্তর গবেষণা চলতেই থাকবে বলে জানান সৈকতবাবু। উপাচার্য বলেন, ‘‘কলকাতা ও বিধাননগর পুলিশের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে। সাইবার সংক্রান্ত যে সমস্ত সহযোগিতার প্রয়োজন হবে, বিশ্ববিদ্যালয় থেকে তা দেওয়া হবে। কার্যত গবেষণাগারে পরিণত হবে সেন্টারগুলি।’’
সৈকতবাবু জানান, শীঘ্রই সেন্টারের কাজ চালু হবে। প্রাথমিক পর্যায়ে এই ক্যাম্পাসে সেন্টার চালু হলেও পরবর্তী পর্যায়ে অন্যান্য জায়গাতেও যাতে এ ধরনের সেন্টার করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এর ফলে কর্মসংস্থানও হবে বলে আশা কর্তৃপক্ষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Cyber Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE