Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সরকারি স্টিকার লাগিয়ে পথে বেসরকারি বাস, তদন্তের নির্দেশ

বৃহস্পতিবার বেলা দেড়টার ঘটনা। যাত্রীরা জানান, রাসবিহারী অ্যাভিনিউয়ে এসে দাঁড়ায় বাসটি। অপেক্ষারত যাত্রীদের অনেকেই এয়ারপোর্টগামী বাসটিতে উঠেও পড়েছেন।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের স্টিকার লাগানো সেই বাস। নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের স্টিকার লাগানো সেই বাস। নিজস্ব চিত্র

অনুপ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০২:৪৮
Share: Save:

গায়ের রং বদলেও কণ্ঠস্বরের কারণে শেষ পর্যন্ত নীলবর্ণ শেয়ালের আসল পরিচয় ফাঁস হয়েছিল। বৃহস্পতিবার কলকাতার রাস্তায় খানিকটা তেমন ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। যদিও এ ক্ষেত্রে শেয়ালের জায়গায় ছিল একটি বেসরকারি বাস। যেটি রাজ্য পরিবহণ দফতরের সরকারি স্টিকার লাগিয়ে চলছিল। কিন্তু গতির তফাৎ এবং কন্ডাক্টরের যাত্রীর জন্য হাঁকডাক শুনে যাত্রীরাই ধরে ফেলেন বাসটি বেসরকারি। পরিবহণ দফতরের কাছে খবর পৌঁছতেই চোখ কপালে উঠেছে আধিকারিকদের। তাঁরা দ্রুত বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা দেড়টার ঘটনা। যাত্রীরা জানান, রাসবিহারী অ্যাভিনিউয়ে এসে দাঁড়ায় বাসটি। অপেক্ষারত যাত্রীদের অনেকেই এয়ারপোর্টগামী বাসটিতে উঠেও পড়েছেন। বাসের সামনে কাচের উপর দিকে জ্বলজ্বল করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের স্টিকার (ডব্লিউ বি টি সি)। আর নিচের দিকে আবার লেখা রয়েছে ‘ডব্লিউ বি এস টি সি’।

যাত্রীরা জানান, বাসটি এমন অনেক স্টপে দাঁড়াচ্ছিল যেখানে সরকারি বাসের দাঁড়ানোর কথা নয়। বাসের নম্বরের জায়গাটাও পরিষ্কার নয়। বাসের সামনের কাচের উপরে বড় করে একদিকে লেখা তারাতলা, অন্যদিকে এয়ারপোর্ট। তলায় ছোট অক্ষরে লেখা গড়িয়াহাট, রাসবিহারী, ভিআইপি, ই এম বাইপাস, চেতলা, নিউ আলিপুর। একই সঙ্গে সরকারি বাস যে গতিতে চলে অভিযুক্ত বাসটি তেমন গতিতে চলছিল না।

তাতেই প্রথমে কয়েক জন যাত্রীর সন্দেহ হয়। সল্টলেকের এক বাসিন্দার বেলেঘাটায় নামার কথা ছিল। বাসটি গড়িয়াহাট পেরনোর পরে তিনি ভাড়া দিতে গিয়ে খেয়াল করেন টিকিটও বেসরকারি বাসের।

এর পরেই কন্ডাক্টরকে চেপে ধরেন যাত্রীরা। তাঁরা কন্ডাক্টরের কাছে জানতে চান বেসরকারি বাসে সরকারি স্টিকার সাঁটা হয়েছে কেন? প্রশ্ন শুনে ঝাঁঝিয়ে ওঠেন কন্ডাক্টরের পাল্টা বক্তব্য,‘‘সরকার বলতে পারবে। সরকারকে গিয়ে জিজ্ঞেস করুন। আমরা কিছু বলব না।’’

যাত্রীদের থেকে খবর পৌঁছয় রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর নারায়ণ স্বরূপ নিগমের কাছে। তিনি জানান, নিগমের স্টিকার লাগিয়ে রুটে চালানোর অধিকার কোনও বেসরকারি বাসের নেই। এটা বেআইনি। যাত্রীদের থেকে ওই বাসের তথ্য চেয়ে পাঠান এমডি।

অন্য এক অফিসার জানান, অনেক দিন আগেই বেসরকারি বাসকে ফ্রানচাইজি-র সুযোগ দেওয়া বন্ধ হয়েছে। পুলিশ এবং মোটর ভেহিকলস্‌ দফতরকে বলা হয়েছে আর কোনও বেসরকারি বাস সরকারি স্টিকার নিয়ে চলতে পারবে না।

অভিযুক্ত বাসটির ছবি দেখে পরিবহণ নিগমের জয়েন্ট এমডি সুদীপ মিত্র বলেন, ‘‘এটা আমাদের বাস নয়। বেআইনি ভাবে চলছে। বাসটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’

রাজ্য পরিবহণ নিগমের বাসের রঙও আলাদা। তার পরেও কিছু বাস ডব্লিউ বি টি সি, এস বি এস টি সি এবং ডব্লিউ বি এস টি সি স্টিকার লাগিয়ে রুটে দেদার চলছে বলেই খবর রয়েছে নিগমের কাছে। সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণ কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE