Advertisement
২০ এপ্রিল ২০২৪

জয়পুরিয়ায় একজো়ট পড়ুয়ারা

চলতি বছরে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই বিতর্কের কেন্দ্রে উঠে আসে জয়পুরিয়া। কলেজের দিবা বিভাগ থেকে বিএ, বিএসসি এবং বি কম জেনারেল পঠনপাঠন তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন পড়ুয়ারা।

শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ।

শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০২:০৭
Share: Save:

কলেজের দিবা বিভাগ থেকে জেনারেল পঠনপাঠন তুলে দেওয়ার বিরুদ্ধে রবিবার কনভেনশন করলেন শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের পড়ুয়ারা। হাজির ছিলেন প্রাক্তনীরাও। কনভেনশনে সিদ্ধান্ত হয়েছে, জেনারেল পঠনপাঠন ফেরানো, ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ-সহ একাধিক দাবিতে অধ্যক্ষকে চিঠি দেওয়া হবে। অধ্যক্ষ অবশ্য কলেজের বাইরের বিষয়ে মন্তব্য করতে চাননি।

চলতি বছরে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই বিতর্কের কেন্দ্রে উঠে আসে জয়পুরিয়া। কলেজের দিবা বিভাগ থেকে বিএ, বিএসসি এবং বি কম জেনারেল পঠনপাঠন তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন পড়ুয়ারা। চাপের মুখে জয়পুরিয়া কলেজে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। তিনি অবশ্য দাবি করেছিলেন, ওই কলেজ থেকে জেনারেল পঠনপাঠন তুলে দেওয়া হয়নি। পড়ুয়াদের এ দিনের কনভেনশন নতুন করে সেই বিতর্ক আবার সামনে আনলেন।

কনভেনশনের অন্যতম উদ্যোক্তা, পদার্থবিদ্যার এক পড়ুয়া এ দিন বলেন, ‘‘জেনারেল পঠনপাঠন তুলে দেওয়া ছাত্র-বিরোধী। বহু পড়ুয়া কাজের পাশাপাশি জেনারেলে পড়াশোনা করেন। পরিকাঠামো না থাকলে সেটা সরকারের দেখার কথা। তবে এ ভাবে পঠনপাঠন তুলে দেওয়া যায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Convocation Students Jaipuria College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE