Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জুটমিল শ্রমিকদের স্মারকলিপি শ্রম দফতরে

প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বকেয়া টাকার দাবি করায় সরল মিঞা নামে এক কর্মীকে শনিবার চার্জশিট দিয়ে মিল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০১:০৬
Share: Save:

হাওড়া জুটমিলের শ্রমিক বিক্ষোভ এ বার নেমে এল রাস্তায়। সোমবার ওই চটকলের কয়েকশো শ্রমিক হাতে কর্তৃপক্ষের থেকে পাওয়া প্রভিডেন্ট ফান্ডের টাকার রসিদ নিয়ে মিছিল করেন। প্রথমে তাঁরা আঞ্চলিক শ্রম দফতরের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান। এর পরে তাঁরা বেলিলিয়াস রোডে প্রভিডেন্ট ফান্ড কমিশনারের অফিসে গিয়ে কমিশনারের হাতে স্মারকলিপিও তুলে দেন।

প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বকেয়া টাকার দাবি করায় সরল মিঞা নামে এক কর্মীকে শনিবার চার্জশিট দিয়ে মিল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তার পরের দিন থেকে বকেয়া টাকার দাবিতে মিলের গেটের সামনে কর্মবিরতি শুরু করেন কর্মীরা। তাতে ওই চটকলে অচলাবস্থা শুরু হয়। সোমবার মিছিল করে শ্রমিকেরা প্রথমে যান আঞ্চলিক শ্রম দফতরে। সেখানে বিক্ষোভ দেখিয়ে তাঁরা যান হাওড়ার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড অফিসে। সেখানে তাঁরা স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করেন, যে গত সাত বছর ধরে তাঁদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হচ্ছে কিন্তু তা পিএফ দফতরে জমা পড়েনি। অবসরের পর পেনশন পাচ্ছেন না কর্মীরা। কেউ অসুস্থ হয়ে পড়লে পিএফ থেকে ঋণ চাইলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

রামআশ্রয় পাল নামে এক শ্রমিক বলেন, ‘‘আমাদের পিএফ জমা পড়েনি গত সাত বছর। নেতা, মন্ত্রীদের কাছে অভিযোগ করেও কিছু হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি টাকা জমা না দিলে মঙ্গলবার মিলের ফোরশোর রোড ও জিটি রোড দু’দিকের গেট অবরোধ করে রাখব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Jute Mill Momerandum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE