Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal News

৬ বুথ বিজেপি এজেন্টহীন, অভিযোগ বাড়ি গিয়ে শাসানির, তৃণমূল বলল, ‘ওদের লোক নেই’

উপনির্বাচন একটি ওয়ার্ডে। তা-ও আবার খাস কলকাতার বুকে। তাতেও ৬টি বুথ বিজেপি এজেন্ট-শূন্য। ভোটের আগের রাত থেকে সন্ত্রস্ত করা হয়েছে ১১৭ নম্বর ওয়ার্ডকে, বাড়ি বাড়ি গিয়ে শাসানো হয়েছে এজেন্টদের— অভিযোগ বিজেপি প্রার্থী সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের। আর তৃণমূল প্রার্থী অমিত সিংহের প্রশ্ন, প্রচারের জন্যও এলাকার লোককে সঙ্গে পায়নি বিজেপি, ভোটের দিন এজেন্ট পাবে কোথা থেকে?

শনিবার রাতে ১১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়িয়েছে বলে বিজেপির অভিযোগ।

শনিবার রাতে ১১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়িয়েছে বলে বিজেপির অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৫১
Share: Save:

উপনির্বাচন একটি ওয়ার্ডে। তা-ও আবার খাস কলকাতার বুকে। তাতেও ৬টি বুথ বিজেপি এজেন্ট-শূন্য। ভোটের আগের রাত থেকে সন্ত্রস্ত করা হয়েছে ১১৭ নম্বর ওয়ার্ডকে, বাড়ি বাড়ি গিয়ে শাসানো হয়েছে এজেন্টদের— অভিযোগ বিজেপি প্রার্থী সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের। আর তৃণমূল প্রার্থী অমিত সিংহের প্রশ্ন, প্রচারের জন্যও এলাকার লোককে সঙ্গে পায়নি বিজেপি, ভোটের দিন এজেন্ট পাবে কোথা থেকে?

তৃণমূল কাউন্সিলর শৈলেন দাশগুপ্তর প্রয়াণে শূন্য হয়েছিল ১১৭ নম্বর ওয়ার্ড। প্রায় দু’বছর পরে সেই ওয়ার্ডে উপনির্বাচন করানো হল। এত দিন ধরে কেন আটকে রাখা হয়েছিল উপনির্বাচন, সে নিয়ে বিরোধীদের প্রশ্ন তো ছিলই। এ বার উঠল সন্ত্রাসের অভিযোগও।

শনিবার রাতে ১১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়িয়েছে বলে বিজেপির অভিযোগ। বিজেপি প্রার্থী সোমনাথ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমাদের বুথ এজেন্ট হিসেবে আজ যাঁদের বসার কথা ছিল, শনিবার রাতে তাঁদের দরজায় দরজায় পৌঁছে হুমকি দিয়েছে। বুথে বসলে ভোট মেটার পরেই মারবে— এই ভাবে সরাসরি শাসানি দিয়েছে।’’ ভোটের দিনেও তৃণমূলের পতাকা লাগানো বাইক মিছিল বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে দাপিয়ে বেড়িয়েছে বলে সোমনাথের অভিযোগ।

আরও পড়ুন: বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, বোমা-গুলি-আগুন, রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের ময়না

২১টি বুথ ১১৭ নম্বর ওয়ার্ডে। তার মধ্যে ছ’টিতে বিজেপির কোনও এজেন্ট ছিলেন না। মথুরানাথ বয়েজ স্কুলে যে চারটি বুথ, তার একটিতেও বিজেপি এজেন্টদের দেখা যায়নি। শিবকালী এলাকার দু’টি বুথেও বিজেপি এজেন্ট বসাতে পারেনি। মথুরানাথ স্কুলের সব বুথে অবশ্য বামফ্রন্ট বা কংগ্রেস প্রার্থীর এজেন্টও বসতে পারেননি। বামফ্রন্ট বা কংগ্রেসের এজেন্টদের দেখা যায়নি আরও বেশ কিছু বুথে।

তৃণমূল অবশ্য সন্ত্রাসের অভিযোগ নস্যাৎ করছে। কলকাতা পুরসভার দাপুটে মেয়র পারিষদ তারক সিংহের ছেলে তথা ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমিত সিংহ বললেন, ‘‘কোনও সন্ত্রাস নেই, কাউকে ভয় দেখানোরও প্রশ্নই নেই। বিজেপির লোকই নেই, এজেন্ট দেবে কোথা থেকে!’’ অমিতের দাবি, ‘‘প্রচার করার জন্যও এলাকার লোককে সঙ্গে পায়নি বিজেপি, বাইরে থেকে লোক এনে প্রচার করেছে। তারা ভোটের দিন বুথে এজেন্ট বসাবে কী ভাবে! বাইরের লোককে তো আর বুথ এজেন্ট হিসেবে বসানো যায় না।’’

আরও পড়ুন: কাস্টমার কেয়ারেও জালিয়াতদের ভূত, ফোন করে টাকা খোয়াচ্ছেন ব্যাঙ্ক গ্রাহকরা

ভোটের দিন বাইক বাহিনী ঘুরছে বলে বিজেপি যে অভিযোগ করছে, তা-ও অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, ‘‘কোথায় বাইক বাহিনী ঘুরছে, আমার অন্তত জানা নেই। বিজেপির যদি জানা থাকে, তা হলে নির্বাচন কমিশনকে জানাক। ওগুলো দেখা তো কমিশনের দায়িত্ব।’’

বেলা ৩টে পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে উপনির্বাচনে। তবে বিকেল ৫টাতেও নির্বাচন কমিশন ভোটদানের চূড়ান্ত হার জানাতে পারেনি। ৬৩ শতাংশের সামান্য বেশি ভোট পড়েছে বলে ৫টা নাগাদ খবর পাওয়া গিয়েছে। তবে কমিশন জানিয়েছে, ওই হিসেব চূড়ান্ত নয়।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE