Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সম্পত্তিকর নিয়ে সমস্যা শুনতে নতুন ভাবে তৈরি হল কমিটি

২০১৭ সালের এপ্রিল মাসে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট চালুর বেশ কিছু দিন পরে ‘হার্ডশিপ রিড্রেসাল কমিটি’ তৈরি করেছিলেন পুর কর্তৃপক্ষ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০২:৪৯
Share: Save:

সম্পত্তিকর সংক্রান্ত কোনও সমস্যা কিংবা মামলা থাকলে তা দ্রুত নিষ্পত্তির জন্য ‘হার্ডশিপ রিড্রেসাল কমিটি’ আগেই তৈরি করেছিল কলকাতা পুরসভা। কিন্তু মাঝে মেয়র পরিবর্তন হওয়ায় এবং অ্যাসেসমেন্ট দফতর ডেপুটি মেয়রের হাতে চলে যাওয়ায় পুরনো কমিটি বাতিল হয়ে যায়। সম্প্রতি সেই কমিটি নতুন ভাবে তৈরি করলেন পুর কর্তৃপক্ষ।

ডেপুটি মেয়র অতীন ঘোষ পদাধিকার বলেই ওই কমিটির চেয়ারম্যান হয়েছেন। কমিটির ভাইস চেয়ারম্যান হলেন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। কমিটির অন্য সদস্যেরা হলেন পুরসভার স্পেশ্যাল কমিশনার (রাজস্ব), মুখ্য ল’ অফিসার, মুখ্য অর্থ আধিকারিক-সহ অ্যাসেসমেন্ট দফতরের পদস্থ কর্তারা। পরশু, বৃহস্পতিবার পুরসভার মাসিক অধিবেশনে ওই কমিটির প্রস্তাব পাশ করানোর কথা।

প্রসঙ্গত, ২০১৭ সালের এপ্রিল মাসে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট চালুর বেশ কিছু দিন পরে ‘হার্ডশিপ রিড্রেসাল কমিটি’ তৈরি করেছিলেন পুর কর্তৃপক্ষ। ঠিক হয়েছিল সেই কমিটি প্রতি সপ্তাহে এক দিন করে নাগরিকদের কর সংক্রান্ত বিভিন্ন অভাব-অভিযোগ শুনে তার দ্রুত নিষ্পত্তি করবে। সম্পত্তিকর যদি খুব বেশি হয়ে যায় এবং তা দেওয়ার যদি ক্ষমতা না থাকে, তা হলে লিখিত আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট করদাতার কথা বিবেচনা করবে ওই কমিটি। সম্পত্তিকর সংক্রান্ত সমস্যার সমাধানে নতুন কমিটিও একই ভাবে কাজ করবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Property Tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE