Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kolkata News

হকাররাজ নিয়ে কড়া পুরসভা, হাতিবাগানে শুরু প্লাস্টিকমুক্তির অভিযান

পুরসভা সূত্রে খবর, চাকা লাগানো ঠেলাগাড়ি করে যাতে ব্যবসা করতে পারেন হকাররা, সে বিষয়ে সাহায্য মিলবে। সে কারণেই এ দিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দু’পক্ষই।

গড়িয়াহাট মার্কেটে অগ্নিকাণ্ডের জেরে হকারদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা। —ফাইল চিত্র

গড়িয়াহাট মার্কেটে অগ্নিকাণ্ডের জেরে হকারদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৬:৩৩
Share: Save:

গড়িয়াহাট মার্কেটে অগ্নিকাণ্ডের পর ফুটপাতে হকাররাজ নিয়ে কড়া হচ্ছে কলকাতা পুরসভা। ফুটপাতে প্লাস্টিক দিয়ে ঘিরে স্থায়ী দোকানের পরিবর্তে ট্রলি করে জিনিসপত্র বিক্রি করার পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

মঙ্গলবার এ বিষয়ে সমাধানসূত্র বার করতে হকার সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন পুর আধিকারিকেরা। একই সঙ্গে এ দিন সকাল থেকে শ্যামবাজার এবং হাতিবাগানের হকাররা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের নির্দেশে প্লাস্টিক খুলতে শুরু করেছেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

সম্প্রতি বাগড়ি এবং গড়িয়াহাট মার্কেটে অগ্নিকাণ্ডের পর বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, তিনি হকারদের বিরুদ্ধে নন। তবে, রাস্তা জুড়ে প্লাস্টিক ঢেকে হকারি মেনে নেবেন না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জরিমানা দিতে না পারায় বাস চালককে চড় ট্রাফিক পুলিশের, প্রতিবাদে যাত্রীরা

পুরসভা সূত্রে খবর, চাকা লাগানো ঠেলাগাড়ি করে যাতে ব্যবসা করতে পারেন হকাররা, সে বিষয়ে সাহায্য মিলবে। সে কারণেই এ দিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দু’পক্ষই।

পুরসভার এক আধিকারিক বলেন, “রাস্তা জুড়ে হকারদের ডালা থাকলে, আগুন লাগার সময় নানা সমস্যা হয়। প্লাস্টিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই সময় দমকলকর্মীরা কাজ করতে অসুবিধার মুখে পড়েন। বাগড়ি এবং গড়িয়াহাট মার্কেটে আগুন লাগার পর একই সমস্যা হয়েছে।”

আরও পড়ুন: মমতা নাকি মায়াবতী, প্রধানমন্ত্রী পদে কাকে পছন্দ? অখিলেশ বললেন...

পুরসভার পাশাপাশি এ বিষয়ে তৎপর হয়েছে দমকল দফতরও। মন্ত্রী সুজিত বসু সব মার্কেটের ‘ফায়ার অডিট’ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hawker Gariahat Fire KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE