Advertisement
২৬ এপ্রিল ২০২৪
New Market

নিউ মার্কেট সংস্কারে যাদবপুরের পরামর্শ চাইল পুরসভা

হেরিটেজ ভবন নিউ মার্কেটের পুরনো অংশের এখন জীর্ণ দশা। বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে জল পড়ে।

নিউ মার্কেট চত্বর।

নিউ মার্কেট চত্বর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ০২:২০
Share: Save:

নিউ মার্কেটের বেহাল দশা ফেরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হচ্ছে কলকাতা পুরসভা। ওই বাজার ভবনের পুরনো অংশের ছাদের অবস্থা বর্তমানে খুবই খারাপ। পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য আমিরুদ্দিন ববি বলেন, ‘‘হেরিটেজ অংশ সুরক্ষিত রেখে নিউ মার্কেটের পুরনো অংশটি ভাল ভাবে সারাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সাহায্য নেওয়া হবে। বিষয়টি শীঘ্রই পুর প্রশাসকমণ্ডলীর বৈঠকে উত্থাপিত হবে।’’

হেরিটেজ ভবন নিউ মার্কেটের পুরনো অংশের এখন জীর্ণ দশা। বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে জল পড়ে। ছাদের কিছু অংশ ভেঙে পড়ছে বলেও দোকানিরা অভিযোগ করছেন। ১৮৭৪ সালে নিউ মার্কেট তৈরি হয়। প্রায় ১৫০ বছরের পুরনো এই বাজারের সংস্কার মাঝে মাঝে করা হলেও স্থায়ী মেরামতি সে ভাবে হয়নি।

নিউ মার্কেটের পুরনো ভবনে এক হাজারেরও বেশি দোকান রয়েছে। সেখানকার দোকানিদের বক্তব্য, ‘‘অবিলম্বে ছাদ না সারালে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে।’’ আমিরুদ্দিন বলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়া রিপোর্টের ভিত্তিতে ভবনটির সংস্কারের কাজ শুরু করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Market Hogg Market KMC Jadavpur University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE