Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National Green Tribunal

হট মিক্স নিয়ে রিপোর্ট জমা পুরসভার

এ দিন হট মিক্স সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের সঙ্গে কলকাতা পুরসভার প্রতিনিধিরা আদালতে উপস্থিত ছিলেন।

হট মিক্স প্লান্ট।

হট মিক্স প্লান্ট।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০১:৫৭
Share: Save:

হট মিক্স প্লান্টের পরিবর্তে রাস্তা সারাইয়ের বিকল্প পরিবেশবান্ধব প্রযুক্তি কী হতে পারে, সে সম্পর্কে জাতীয় পরিবেশ আদালতে মঙ্গলবার রিপোর্ট দাখিল করল কলকাতা পুরসভা। তবে ওই রিপোর্টের পাশাপাশি প্রযুক্তি সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দাখিল করতে বলেছে পরিবেশ আদালত। এর আগে বিকল্প প্রযুক্তি নিয়ে ‘সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট’-কে (সিআরআরআই) দিয়ে সমীক্ষা করিয়েছিল পুরসভা। সেই রিপোর্টটিও আগামী মাসে শুনানির সময়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিন হট মিক্স সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের সঙ্গে কলকাতা পুরসভার প্রতিনিধিরা আদালতে উপস্থিত ছিলেন। সরকারের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই খড়্গপুর ও হাওড়ায় পরীক্ষামূলক ভাবে রাস্তা সারাইয়ের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। পুরসভাও নিজেদের রিপোর্টে সেই কাজ শুরুর কথা জানিয়েছে।

তবে এই মামলার আবেদনকারী সুভাষ দত্ত বলছেন, ‘‘পুরসভা এ দিন যে রিপোর্ট দাখিল করেছে, তাতে জাতীয় পরিবেশ আদালত সন্তুষ্ট নয়। তাই বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।’’ অন্য দিকে পুরসভার আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘আমাদের রিপোর্টে পরিবেশ আদালত সন্তুষ্ট। শুধু কাজ কত দূর এগিয়েছে, পরবর্তী শুনানিতে সে সংক্রান্ত রিপোর্ট চেয়েছে। তা আমরা ঠিক সময়ে দিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

National Green Tribunal Hot Mix Plant KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE