Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাজারের ফায়ার অডিট বন্ধ, দায় নিয়ে ঠেলাঠেলি

গত শনিবার নন্দরাম মার্কেটের অগ্নিকাণ্ড ফের সেই ফায়ার অডিটের যৌক্তিকতাকেই সামনে তুলে ধরেছে। কারণ কোনও জায়গায় অগ্নিসুরক্ষা সংক্রান্ত ফাঁক রয়েছে কি না, তা এই অডিটের সময়েই ধরা পড়ে বলে জানাচ্ছেন পুরকর্তাদের একাংশ।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ০২:১০
Share: Save:

বাগড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের পরে পরেই সরকারি ও বেসরকারি বাজারগুলিতে ফায়ার অডিট করার কথা ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। গত বছরের শেষে হাতে গোনা কয়েকটি মার্কেটে তা করাও হয়েছিল। কিন্তু গত চার-পাঁচ মাস ধরে কোনও অজানা কারণে সেই ফায়ার অডিটের কাজ বন্ধ রয়েছে বলে পুরসভা সূত্রের খবর।

গত শনিবার নন্দরাম মার্কেটের অগ্নিকাণ্ড ফের সেই ফায়ার অডিটের যৌক্তিকতাকেই সামনে তুলে ধরেছে। কারণ কোনও জায়গায় অগ্নিসুরক্ষা সংক্রান্ত ফাঁক রয়েছে কি না, তা এই অডিটের সময়েই ধরা পড়ে বলে জানাচ্ছেন পুরকর্তাদের একাংশ। এর মধ্যে আবার এই ফায়ার অডিট নিয়ে পুরসভা ও দমকলের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত মাত্র ১২টি বাজারে ফায়ার অডিটের কাজ করা হয়েছে। সেই কাজের সবটাই লোকসভা ভোটের আগে করা হয়েছিল। কিন্তু ভোট মিটে যাওয়ার পরে আর এ নিয়ে উদ্যোগী হননি কর্তৃপক্ষ। যদিও মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববির দাবি, ‘‘আমরা ফায়ার অডিট করতে প্রস্তুত। তা নিয়ে দমকলকে চিঠিও দিয়েছি একাধিক বার। কিন্তু দমকলের তরফেই কোনও উত্তর পায়নি।’’

পুরসভার এই দাবি খারিজ করে দমকলের বক্তব্য, দফতরের তরফে নিয়মিত ফায়ার অডিট করা হয়। সেই অডিটে অংশগ্রহণের জন্য পুরসভা-সহ অন্য সংস্থাকে চিঠিও দেওয়া হয়, যাতে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা হাজির থাকেন। দমকলের এক পদস্থ কর্তার কথায়, ‘‘অনেক সময়ে পুরসভার প্রতিনিধিরাই হাজির থাকেন না। আমাদের তরফে সমস্ত নিয়ম মেনেই অডিট করা হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Audit Market KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE