Advertisement
২০ এপ্রিল ২০২৪

নির্মাণ ভেঙে জলাভূমি ফেরাতে অভিযান

এ নিয়ে সম্প্রতি জরুরি বৈঠক করেছেন পুর কমিশনার খলিল আহমেদ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০০:৩৬
Share: Save:

পূর্ব কলকাতা জলাভূমি ভরাট করে যে সব নির্মাণ গড়ে উঠেছে, সেগুলি ভেঙে ফেলতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। সেই নির্দেশ মেনে ওই নির্মাণকাজ ভাঙতে তৈরি পুর প্রশাসন। এ নিয়ে সম্প্রতি জরুরি বৈঠক করেছেন পুর কমিশনার খলিল আহমেদ। পুরসভা সূত্রের খবর, দিন কয়েকের মধ্যেই শুরু হবে অভিযান। পুরকর্মীদের সঙ্গে থাকবে পুলিশও। এক পুর আধিকারিক জানান, কোনও প্রতিরোধ হলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ইতিমধ্যেই প্রয়োজনীয় সংখ্যক পুলিশ চেয়ে সংশ্লিষ্ট পুলিশকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

পূর্ব কলকাতা জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে বারবার। ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৫৭টি বেআইনি নির্মাণের অভিযোগ হয়েছে পুলিশে। এক পুর আধিকারিক জানান, দুই ২৪ পরগনা ও কলকাতা পুরসভার অধীনে ওই সব বেআইনি নির্মাণ হয়েছে। কলকাতা পুর এলাকার মধ্যে তার সংখ্যা পাঁচ। সেগুলি প্রগতি ময়দান থানার অধীনে ধালেন্ডা ও চৌবাগা মৌজায়। পুরসভা জানিয়েছে, জলাভূমি ভরাট করে কোথাও হয়েছে গাড়ির গ্যারাজ, কোথাও হয়েছে বহুতল। তালিকায় রয়েছে একটি গাড়ি সংস্থার শো-রুমও।

এই অবৈধ নির্মাণ ভাঙার সময়ে বাধা এলে কী করবে পুরসভা? পুর কমিশনার জানান, পর্যাপ্ত পুলিশ রাখা হচ্ছে। কবে হবে অভিযান? পুরসভার তরফে বলা হয়েছে, দল তৈরি। নির্দেশ এলেই হবে অভিযান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water Body Contruction KMDA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE