Advertisement
১৮ এপ্রিল ২০২৪

গ্রাহক বলে ফোন, জালে প্রতারক

গ্রাহক সেজে ফোন করেছিল পুলিশ। তাতে সাড়া দিয়েই বাগুইআটি থানার জালে ধরা পড়ল প্রতারক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

গ্রাহক সেজে ফোন করেছিল পুলিশ। তাতে সাড়া দিয়েই বাগুইআটি থানার জালে ধরা পড়ল প্রতারক।

বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, গত ২১ অগস্ট সুদীপ্ত সরখেল ওরফে জয়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। সুদীপ্তের বিরুদ্ধে অভিযোগ, পুঁতির মালা এবং থার্মোকলের প্লেট-বাটি তৈরির জন্য সস্তায় যন্ত্র সরবরাহের নাম করে সে মৈত্রেয়ী বসুঠাকুর নামে এক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিল। বলেছিল, রাজস্থান থেকে ওই যন্ত্র আনা হবে। কিন্তু মাস তিনেক আগে রাজস্থান যাওয়ার নাম করে বাগুইআটির অফিসে তালা লাগিয়ে উধাও হয়ে যায় অভিযুক্ত।

তদন্তে পুলিশ জানতে পারে, একই কথা বলে একাধিক লোকের থেকে টাকা হাতিয়ে পালিয়েছে সুদীপ্ত। বর্ধমানের জামালপুরের বাসিন্দা রঞ্জন চৌধুরী, সিঙ্গুরবাসী চিন্ময় মাজি এবং নদিয়ার অর্ণব পাল রয়েছেন সেই তালিকায়। বাগুইআটির বাসিন্দা সুদীপ্তের বাড়ি উত্তরবঙ্গের ধূপগুড়িতে। পুলিশ সূত্রের খবর, সেখানেও পুঁতির মালা তৈরির যন্ত্র কিনে দেওয়ার নামে একাধিক ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কমিশনারেটের এক কর্তা জানান, বারবার চেষ্টা করেও অভিযুক্তের নাগাল না পাওয়ায় শেষে গ্রাহক সেজে তার সঙ্গে যোগাযোগ করা হয়। শনিবার তেঘরিয়ায় গ্রাহকরূপী পুলিশের সঙ্গে দেখা করতে এলে ধরা হয় সুদীপ্তকে। রবিবার বারাসত আদালতে ধৃতের সাত দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশের অনুমান, প্রতারণার টাকার অঙ্ক অনেক বেশি। ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trap Arrest Farudulent Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE