Advertisement
১৬ এপ্রিল ২০২৪

স্কুলে পড়ার সঙ্গে এ বার দেখা যাবে সিনেমাও

পড়াশোনার সময়ে টেলিভিশনে সিনেমা দেখলে অভিভাবকদের বকুনি খাওয়ার অভিজ্ঞতা রয়েছে বেশির ভাগ পড়ুয়ার। বদল আসছে সেই দিনের। স্কুলের অন্দরেও ঢুকে পড়েছে সিনেমা। পাশে বসিয়ে সিনেমা দেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিতও করছেন শিক্ষকেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০১:১৭
Share: Save:

পড়াশোনার সময়ে টেলিভিশনে সিনেমা দেখলে অভিভাবকদের বকুনি খাওয়ার অভিজ্ঞতা রয়েছে বেশির ভাগ পড়ুয়ার। বদল আসছে সেই দিনের। স্কুলের অন্দরেও ঢুকে পড়েছে সিনেমা। পাশে বসিয়ে সিনেমা দেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিতও করছেন শিক্ষকেরা।

কলকাতা শহরের ইংরেজি মাধ্যম স্কুলে জনপ্রিয় হচ্ছে সিনেমা দেখিয়ে পড়ানোর পদ্ধতি। মডার্ন হাইস্কুল ফর গার্লস, শ্রী শিক্ষায়তন, গার্ডেন হাই স্কুলের মতো বহু স্কুলে এর ফলে পড়ুয়াদের সামগ্রিক উন্নতি হচ্ছে বলেও মত স্কুলশিক্ষকদের।

সিনেমা মানে শুধুই মনোরঞ্জন, এমনই মনে করতেন অভিভাবকেরা। এর পাশাপাশি সিনেমার মধ্য দিয়েই কী ভাবে পড়ুয়াদের শেখানো যায়, তাই করে দেখাচ্ছেন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। শেক্সপিয়রের নাটক অবলম্বনে তৈরি সিনেমা বা ‘পথের পাঁচালী’র মতো ছবিও দেখানো হয়।

মডার্ন হাইস্কুল ফর গার্লসের অধিকর্তা দেবী কর জানান, কয়েক বছর ধরে প্রতি ক্লাসে সিনেমা দেখানো হচ্ছে। সাহিত্য ও ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে সিনেমার সাহায্য নিতে হয়। কারণ, সাহিত্যিকদের লেখা ও ঐতিহাসিক ঘটনা নিয়ে তৈরি সিনেমা পড়ুয়াদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়।

গার্ডেন হাই স্কুলের ‘প্ল্যানিং ও সিস্টেম’-এর অধিকর্তা অমিতাভ নাগ জানান, মাসের একটি শুক্রবার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সিনেমা দেখিয়ে তা নিয়ে আলোচনা-বিতর্ক চলে। সিনেমার কোন অংশ যুক্তিগ্রাহ্য, কী বার্তা আছে, তা বিশ্লেষণ করে পড়ুয়ারাই। কোনও জিনিস থেকে অসঙ্গতি খুঁজে বার করে তাকে সঠিক করে তোলার প্রবণতাও দেখা যায়। অমিতাভবাবু বলেন, ‘‘পড়ুয়াদের আলোচনা শুনলেই বোঝা যায় তারা উন্নতি করতে পারছে।’’

গত বছর থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য সিনেমা প্রদর্শনের মাধ্যমে পড়ানো চালু করেছে শ্রী শিক্ষায়তন স্কুল। স্কুলের মহাসচিব ব্রততী ভট্টাচার্য বলেন, ‘‘পড়ুয়াদের মধ্যে এটা গ্রহণযোগ্য হয়েছে। সহজে কোনও কঠিন বিষয়ও পড়ুয়ারা শিখে নিতে পারছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School Study Movies Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE