Advertisement
১৭ এপ্রিল ২০২৪

চালু হল বিমানবন্দর

রাতের দিকে রাজ্য পরিবহণ নিগম অতিরিক্ত বাসের ব্যবস্থা করায় অন্তর্দেশীয় উড়ানের অনেক যাত্রী বাড়ি ফিরে যান।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০১:৪২
Share: Save:

ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ক্ষয়ক্ষতির আশঙ্কায় শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। রবিবার সকাল থেকে অবশ্য চালু হয় বিমান ওঠানামা। উড়ান বাতিলের জেরে শনিবার রাতে আটকে পড়া যাত্রীদের জন্য এ দিন সকাল থেকেই বিকল্প উড়ানের ব্যবস্থা করেছে বিমান সংস্থাগুলি। আটকে পড়া যাত্রীদের জন্য বিমানবন্দরের লাউঞ্জ ছাড়াও ভিভিআইপি কক্ষও খুলে দেওয়া হয় বলে খবর। কিছু বিমানসংস্থা যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থাও করে।

রাতের দিকে রাজ্য পরিবহণ নিগম অতিরিক্ত বাসের ব্যবস্থা করায় অন্তর্দেশীয় উড়ানের অনেক যাত্রী বাড়ি ফিরে যান। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রবিবার এবং আজ, সোমবার পর পর দু’দিন বিকল্প উড়ানের ব্যবস্থা রাখছে বিমানসংস্থাগুলি। এ দিন সকালে বিমানবন্দর চালু হতেই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি উড়ান পরিষেবা শুরু করে দেয়। আটকে পড়া যাত্রীদের সকাল থেকেই গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Airport Cyclone Bulbul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE