Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রশ্নের মুখে কলকাতা আই-এর শিলান্যাস

লন্ডন আইয়ের ধাঁচে কলকাতা আই তৈরির প্রস্তাব অনেক দিনের। স্ট্র্যান্ড রোডে গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে গড়ে উঠবে প্রস্তাবিত কলকাতা আই। প্রশাসনের খবর, দরপত্রের মাধ্যমে এই প্রকল্প তৈরির বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা।

সোমনাথ চক্রবর্তী
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০১:৩৭
Share: Save:

বহু আলোচিত কলকাতা আইয়ের শিলান্যাস হওয়ার কথা ছিল এই মাসের শেষে। কিন্তু নবান্নের খবর, ওই সময়ে শিলান্যাস হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। কারণ নবান্ন সূত্রে খবর, সব ব্যবস্থাপনা হলেও প্রকল্পটির জন্য কোনও টাকাই বরাদ্দ করা হয়নি অর্থ দফতর থেকে!

লন্ডন আইয়ের ধাঁচে কলকাতা আই তৈরির প্রস্তাব অনেক দিনের। স্ট্র্যান্ড রোডে গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে গড়ে উঠবে প্রস্তাবিত কলকাতা আই। প্রশাসনের খবর, দরপত্রের মাধ্যমে এই প্রকল্প তৈরির বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা। এ জন্য খরচ হবে ৭৩০ কোটি টাকা। কাজের বরাত পাওয়ার ২৪ মাসের মধ্যে প্রকল্প শেষ করতে হবে বলেই দরপত্রে বলা হয়েছে।

কিন্তু এই খরচ নিয়েই প্রশ্ন তুলেছে অর্থ দফতর। নবান্নের খবর, এত টাকা খরচ করে প্রকল্প তৈরির পরে সেই টাকা উঠবে কী করে, তা নিয়ে চলছে আলোচনা। এক কর্তা জানান, যে প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা, তার জন্য চলতি অর্থ বর্ষের বাজেটে কিছুই বরাদ্দ করা হয়নি। ফলে এখন কাজ শুরুর টাকা দেওয়া মুশকিল হবে। কেএমডিএ-র এক কর্তা জানান, লন্ডনের যে সংস্থা লন্ডন আই বানিয়েছিলেন, তাঁরা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন কেএমডিএ সূত্রের খবর, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা আই নিয়ে বেশ উৎসাহী। তা ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান ২৪ তারিখ প্রকল্পের শিলান্যাস করতে।

সরকারি সূত্রের খবর, কলকাতা আই-এর উচ্চতা হবে ১৩৮.৫ মিটার। ১৮টি শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাপসুল থাকবে। তার প্রতিটিতে ৩৯ জন করে বসতে পারবেন। মোট ৭০২ জনের বসার জায়গা হবে।

ওই কর্তার কথায়, প্রতি ঘণ্টায় ০.২ কিলোমিটার গতিতে ঘুরবে কলকাতা আই। এক বার ঘুরে থামতে ৩০ মিনিট সময় লাগবে। এই আইয়ের চূড়ায় ওঠার সময়ে কলকাতা এবং হাওড়ার পুরোটাই দেখা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Eye tiff project delay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE