Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kolkata Metro

লোকালের চাপ সামলাতে বাড়ছে মেট্রো

বাড়তি চাপ সামলাতে মেট্রোর সংখ্যা ১৫২ থেকে বাড়িয়ে ১৯০ করা হচ্ছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০২:৫৪
Share: Save:

আগামী বুধবার থেকে এক সঙ্গে ৩৮টি ট্রেন বাড়ছে উত্তর-দক্ষিণ মেট্রোয়। সে দিনই চালু হচ্ছে লোকাল ট্রেন। সেই কারণেই বাড়তি চাপ সামলাতে মেট্রোর সংখ্যা ১৫২ থেকে বাড়িয়ে ১৯০ করা হচ্ছে। তবে এখনই পরিষেবার সময় বাড়ছে না। আগের মতোই সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে। তবে ব্যস্ত সময়ে ট্রেনের সংখ্যা অনেকটাই বাড়ছে। ফলে সকাল এবং সন্ধ্যার ব্যস্ততম সময়ে দু’টি ট্রেনের মাঝের ব্যবধান সাত মিনিটে নেমে আসবে। সকালের দিকে ৮টা থেকে ৯টা পর্যন্ত দু’টি ট্রেনের মাঝের ব্যবধানে বিশেষ বদল হচ্ছে না। তবে সকাল ৯টা থেকে ৯টা ৩২ মিনিটের মধ্যে কবি সুভাষ থেকে দমদমের দিকে আট মিনিট ব্যবধানে ট্রেন চালানো হবে। এর পরে বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত একই দিকে সাত মিনিট অন্তর ট্রেন চলবে। শুক্রবার সন্ধ্যায় রেলমন্ত্রী পীযূষ গয়ালও টুইট করে মেট্রোয় পরিষেবা বৃদ্ধির খবর জানান।

লোকাল ট্রেন পরিষেবা চালু হলে দমদমে ভিড়ের চাপ অনেকটাই বাড়বে বলে মনে করছেন মেট্রোর আধিকারিকেরা। তাই দমদম থেকে কবি সুভাষের দিকে সকাল ৯টা থেকে বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত সাত মিনিট অন্তর ২৬টি ট্রেন চলবে বলে ঠিক করা হয়েছে। তার পরে ১২টা ২০ পর্যন্ত ট্রেন চলবে ন’মিনিট অন্তর। বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো চলবে বলে ঠিক হয়েছে। পরের ধাপে, বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ট্রেন চলবে আট মিনিট অন্তর। এর পরে সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আপ এবং ডাউন দু’দিকেই সাত মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত মেট্রো চলবে ১০ মিনিট অন্তর। রাতের অন্তিম মেট্রো দুই প্রান্তিক স্টেশন দমদম এবং কবি সুভাষ থেকেই ছাড়বে ৯টায়।

মেট্রো জানিয়েছে, সারা দিনে মোট ৭৭টি ট্রেন কবি সুভাষ থেকে নোয়াপাড়া যাবে এবং ৭২টি ট্রেন নোয়াপাড়া থেকে কবি সুভাষ আসবে। মেট্রো সূত্রের খবর, পুজোর পরে গত এক সপ্তাহে মেট্রোয় যাত্রী অনেকটাই বেড়েছে। গত কয়েক দিনে দৈনিক যাত্রী-সংখ্যা ৮৫ থেকে ৯০ হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। কিন্তু তার পরেও প্রায় ২৫ শতাংশ যাত্রী দিনের ব্যস্ত সময়ে যাতায়াত করতে চেয়ে ই-পাস বুক করতে পারেননি বলে খবর। লোকাল ট্রেন চালু হলে যাত্রীর চাপ আরও বাড়বে। সে কথা মাথায় রেখেই এক ধাক্কায় ৩৮টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত বলে মেট্রোর বক্তব্য। এ প্রসঙ্গে মেট্রোর এক আধিকারিক বলেন, “যাত্রী সংখ্যার বিষয়টি মাথায় রেখেই ট্রেনের সংখ্যা নির্ধারণ করা হবে।”

আরও পড়ুন: সৌরভ বা শুভেন্দু? পদ্মের মুখ নিয়ে রহস্য বাড়ালেন অমিত​

আরও পড়ুন: ক্ষতি পুষিয়ে দেবে রেল, পরিষেবা না পাওয়া দিন যোগ করে মেয়াদ বাড়বে সিজন টিকিটের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Local Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE