Advertisement
২৫ এপ্রিল ২০২৪
kolkata Metro

বর্ষবরণের রাতে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো

কাজের দিনে কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৫৫ মিনিটে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্ষবরণের রাতে এই পরিষেবা আরও ৫০ মিনিট বাড়ানো হয়েছে।

বর্ষবরণের রাতে শেষ মেট্রোর পরিষেবা বাড়ল ৫০ মিনিট। — ফাইল চিত্র।

বর্ষবরণের রাতে শেষ মেট্রোর পরিষেবা বাড়ল ৫০ মিনিট। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১১:২৩
Share: Save:

বছরের শেষ রাতে শহরবাসী আনন্দে ভাসবেন। মানুষ ভিড় করবেন পার্কস্ট্রিট ধর্মতলা-সহ শহরের বিভিন্ন জায়গায়। বর্ষবরণের আনন্দ গায়ে মেখে বাড়ি ফেরা যাতে কিছুটা সহজ হয়, সে জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছেন। মেট্রেরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ১১টা অবধি পরিষেবা পাওয়া যাবে।

কাজের দিনে কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৫৫ মিনিটে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্ষবরণের রাতে এই পরিষেবা আরও ৫০ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ মঙ্গলবার দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিদিন যেখানে ২৮৮টি ট্রেন চালানো হয়, ৩১ ডিসেম্বর সেখানে ২৯৬টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ১২৫টি ট্রেন নোয়াপাড়া-কবি সুভাষের মধ্যে যাতায়াত করবে।

আরও পড়ুন: নজর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata Metro New Years Eve
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE