Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের বিঘ্ন মেট্রো পরিষেবায়

মেট্রো সূত্রে খবর, দমদমগামী একটি নন এসি মেট্রো পার্ক স্ট্রিট স্টেশন থেকে চলতে শুরু করার সময়েই অস্বাভাবিক শব্দ শুনতে পান মোটরম্যান। একটি কামরা ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৮
Share: Save:

রেক থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে মেট্রো থামিয়ে দিলেন চালক। শনিবার বিকেল ৫টা ৩২ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট স্টেশনের ঘটনা।

মেট্রো সূত্রে খবর, দমদমগামী একটি নন এসি মেট্রো পার্ক স্ট্রিট স্টেশন থেকে চলতে শুরু করার সময়েই অস্বাভাবিক শব্দ শুনতে পান মোটরম্যান। একটি কামরা ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। ওই শব্দ স্বাভাবিক মনে না হওয়ায় চালক ট্রেনটিকে ফের ফিরিয়ে আনেন। মাইকে ঘোষণা করে রেকে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের নেমে যেতে বলা হয়। এর পরে যাত্রীদের রেকটিকে পরীক্ষা করেন মেট্রোকর্মীরা। কিন্তু অস্বাভাবিক কিছু না মেলায় ফের যাত্রীদের মেট্রোয় উঠতে বলা হয়। কিছু যাত্রী উঠলেও অনেকে শঙ্কিত হয়ে উঠতে চাননি। পার্ক স্ট্রিট স্টেশনে মিনিট দশেক মেট্রো থমকে থাকার পরে পরিষেবা স্বাভাবিক হয়। তবে রেকটিতে আর কোনও বিভ্রাট ঘটেনি। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “প্ল্যাটফর্ম থেকে মেট্রো ছাড়ার মুখে অস্বাভাবিক শব্দ শুনে মোটরম্যান কোনও ঝুঁকি নিতে চাননি। তিনি রেকটিকে প্ল্যাটফর্মে ফিরিয়ে আনেন। পরে রেকটি মেরামতির জন্য নোয়া়পাড়া নিয়ে যাওয়া হয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE