Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হেরিটেজ-তালিকা সংশোধনের সিদ্ধান্ত

পুরসভা সূত্রের খবর, ঠিক হয়েছে, পুর হেরিটেজ কমিটি এখনকার অনলাইন হেরিটেজ-তালিকাটি খতিয়ে দেখবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০০:১৯
Share: Save:

আলোচনা চলছিল অনেক দিন ধরে। শেষ পর্যন্ত বর্তমান হেরিটেজ-তালিকা সংশোধন ও পরিমার্জনের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। সম্প্রতি পুর প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরসভা সূত্রের খবর, ঠিক হয়েছে, পুর হেরিটেজ কমিটি এখনকার অনলাইন হেরিটেজ-তালিকাটি খতিয়ে দেখবে। সেখানে কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করবে। এবং শেষে একটি নির্ভুল তালিকা তৈরি করবে। এই কাজে প্রয়োজনে একটি সাব-কমিটিও তৈরি হতে পারে। ওই কমিটি হেরিটেজ কমিটির সদস্যদের সাহায্য করবে।

পুরসভার বর্তমান যে হেরিটেজ-তালিকাটি রয়েছে, তা নিয়ে বিতর্ক বহু দিনের। সেই তালিকাভুক্ত কোনও বাড়ি বা ভবনের গ্রেড ইচ্ছেমতো কমিয়ে সেটি ভেঙে ফেলা হচ্ছে বলে সরব হেরিটেজ বিশেষজ্ঞদের একাংশ। আবার উল্টো দিকে পুর প্রশাসনের একাংশের যুক্তি, অতীতে যে ভাবে হেরিটেজ-তালিকাটি প্রস্তুত করা হয়েছিল, তাতে অনেক অসঙ্গতি ছিল। এমন অনেক বাড়ি বা ভবন রয়েছে, যেগুলির ‘গ্রেড ওয়ান’ বা ‘গ্রেড টু-এ’ মর্যাদা পাওয়ার কথা না থাকলেও সেগুলিকে তা দেওয়া হয়েছিল। আর তাতেই তৈরি হয়েছে সমস্যা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পুর কর্তৃপক্ষ ঠিক করেছেন, গোটা তালিকা খুঁটিয়ে দেখার পরে তথ্যসমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। কী ভাবে পুরো কাজটি এগোবে, তা নিয়ে প্রাথমিক আলোচনা হচ্ছে। আধিকারিকদের একাংশের বক্তব্য, এটি ছোটখাটো প্রকল্প নয়। ফলে সব দিক খতিয়ে দেখে নির্ভুল একটি তালিকা তৈরি করতে সময় লাগবে। পুরসভার হেরিটেজ কমিটির এক সদস্যের কথায়, ‘‘নতুন করে তালিকা তৈরি করা সময়সাপেক্ষ ও পরিশ্রমের কাজ। তবে এত দিন বাদে যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটাই আশার কথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE