Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নিপা নিয়ে আগাম সতর্কতা

বেলেঘাটায় নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক জন ভর্তি রয়েছেন কি না, সেই প্রশ্ন তোলা হলে পুরসভার স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, তা নির্ণয় হতে পারে একমাত্র পুণের ভাইরোলজি কেন্দ্র থেকে।

বাদুড় থেকেই ছড়ায় নিপা ভাইরাস।

বাদুড় থেকেই ছড়ায় নিপা ভাইরাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০৩:০৯
Share: Save:

নিপা ভাইরাস নিয়ে আগাম সতর্ক করা হল কলকাতার প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রকে। শুক্রবার পুরসভার স্বাস্থ্য দফতরে এক বৈঠকে এ নিয়ে আলোচনাও হয়। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, ‘‘এখনও এ শহরে নিপা ভাইরাসে আক্রান্তের খবর নেই। তবে আত্মতুষ্টির কোনও কারণ নেই।’’ বেলেঘাটায় নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক জন ভর্তি রয়েছেন কি না, সেই প্রশ্ন তোলা হলে পুরসভার স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, তা নির্ণয় হতে পারে একমাত্র পুণের ভাইরোলজি কেন্দ্র থেকে। ওই রোগীর রক্ত নিয়ে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না এলে কিছু বলা যাচ্ছে না। পুরসভার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, কেউ জ্বর নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এলে তাঁকে ভাল করে পরীক্ষা করতে হবে। প্রয়োজনে জ্বরের জন্য প্রাথমিক যে সব পরীক্ষা করা দরকার, তা-ও করতে বলা হয়েছে। সর্দি, জ্বর বলে কেবল ওষুধ দিয়ে ছেড়ে দিলে হবে না। বাড়িতে ওই রোগী কেমন থাকছেন, তারও খোঁজ নিতে হবে। এর জন্য স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

warnings Nipah virus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE