Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছারপোকায় অতিষ্ঠ শুভব্রত

‘মানসিক রোগী’ শুভব্রত এখন জামিনে মুক্ত হলেও পাভলভ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সেখানে তাঁকে ছারপোকা কামড়াচ্ছে বলে ওই হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে আদালতে আর্জি জানিয়েছে পরিবার।

শুভব্রত মজুমদার

শুভব্রত মজুমদার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ০৩:০৭
Share: Save:

মায়ের দেহ তিন বছর ধরে ফ্রিজারে রেখে দিয়েছিলেন বেহালার জেমস লং সরণির বাসিন্দা শুভব্রত মজুমদার। জানাজানি হতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। ‘মানসিক রোগী’ শুভব্রত এখন জামিনে মুক্ত হলেও পাভলভ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সেখানে তাঁকে ছারপোকা কামড়াচ্ছে বলে ওই হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে আদালতে আর্জি জানিয়েছে পরিবার। এ বিষয়ে আজ, বুধবার বিচারক সিদ্ধান্ত জানাবেন।

পুলিশ সূত্রের খবর, মা বীণা মজুমদারের দেহ ফ্রিজারে রেখে দেওয়ার পরে তাঁর সই জাল করে পেনশনের টাকা তুলতেন শুভব্রত। বেহালা থানা প্রথমে শুভব্রতের বিরুদ্ধে ফ্রিজারে দেহ রাখার ঘটনায় মামলা দায়ের করে। পরে বেআইনি ভাবে পেনশনের টাকা তোলার অভিযোগে নিউ আলিপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাও শুভব্রতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রের খবর, নিউ আলিপুরের তদন্তকারীরা শীঘ্রই শুভব্রতকে জেরা করবেন।

এ দিকে, শুভব্রতের পরিবারের দাবি, পাভলভে ছারপোকার আক্রমণে শুভব্রত অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার তাঁর আইনজীবী তাপস ভট্টাচার্য আলিপুর আদালতে বিচারককে জানান, তাঁর মক্কেল পাভলভে ছা়রপোকার জ্বালায় অতিষ্ঠ। তাঁর পায়ে ঘা হয়েছে। অবিলম্বে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হোক।

এ দিন আদালতকক্ষে উপস্থিত ছিলেন শুভব্রতের মাসতুতো দিদি রুমা চক্রবর্তী। রুমাদেবীর কথায়, ‘‘মানসিক হাসপাতালে থেকে শুভব্রত আরও অসুস্থ হয়ে পড়ছে। ও বাড়িতে এলেই ভাল থাকবে।’’ মামলার গুরুত্ব বুঝে বিচারক এ দিনই রায় দেননি। আদালত সূত্রের খবর, শুভব্রতের বিরুদ্ধে যেহেতু নিউ আলিপুর থানাও মামলা করেছে, তাই বিচারক সব কিছু খতিয়ে দেখে আজ, বুধবার রায় দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE