Advertisement
১৮ এপ্রিল ২০২৪

যাত্রী সেজে উঠে চালককে কোপ, লুঠ অ্যাপ-ক্যাব

শুক্রবার রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়া ও চ্যাটার্জিপাড়ার মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ২টো নাগাদ কলকাতা থেকে দুই যাত্রীকে নিয়ে এসে শিবপুর থানা এলাকার এক শপিং মলের কাছে নামিয়েছিলেন সন্তোষ যাদব নামে ওই ক্যাবচালক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ০১:২১
Share: Save:

গভীর রাতে যাত্রী সেজে গাড়িতে ওঠা চার দুষ্কৃতীকে সাহায্য করতে যাওয়ার খেসারত দিতে হল এক অ্যাপ-ক্যাব চালককে। অসুস্থ আত্মীয়কে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে— এ কথা বলে যাত্রী সেজে গাড়িতে উঠেছিল চার যুবক। অভিযোগ, কিছু দূর যাওয়ার পরেই নিজেদের আসল মূর্তি ধরে তারা। এলোপাথাড়ি ছুরির আঘাতে চালককে জখম করার পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় চার দুষ্কৃতী।

শুক্রবার রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়া ও চ্যাটার্জিপাড়ার মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ২টো নাগাদ কলকাতা থেকে দুই যাত্রীকে নিয়ে এসে শিবপুর থানা এলাকার এক শপিং মলের কাছে নামিয়েছিলেন সন্তোষ যাদব নামে ওই ক্যাবচালক। কলকাতার শ্যামপুকুর থানা এলাকার বাসিন্দা ওই যুবক এর পরে হাওড়া ব্রিজ ধরে ফিরতে গিয়ে ভুল করে জি টি রোড ধরে বাঙালবাবু সেতুর কাছে চলে আসেন। পুলিশ জানায়, সুনসান ওই সেতু দিয়ে তিনি যখন হাওড়া ব্রিজের দিকে যাচ্ছেন, তখন আচমকাই চার যুবক সেতুর ফুটপাত থেকে নেমে তাঁর গাড়ির কাছে আসে। সন্তোষকে থামতে অনুরোধ করে তারা। তার পরে জানায়, এক আত্মীয় খুব অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে কলকাতার কোনও হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। তাঁর গাড়িটা পেলে খুব ভাল হয়।

পুলিশ জানায়, এ কথা শোনার পরে সন্তোষ ওই চার জনকে গাড়িতে তোলেন। তাদের নিয়ে ওই তিনি যখন টিকিয়াপাড়া ছেড়ে চ্যাটার্জিপাড়ার দিকে যাচ্ছেন, তখন একটা নিরিবিলি জায়গা দেখে তাঁকে চার জন মিলে আক্রমণ করে। এক জন এলোপাথাড়ি ছুড়ি চালাতে থাকে। অন্যেরা কিল-চড়-ঘুষি। ছুরি দিয়ে আঘাত করা হয় সন্তোষের পেটেও। রক্তে ভেসে যায় ওই যুবকের জামাকাপড়। তবে গাড়ি থামাননি সন্তোষ। কিন্তু কিছুটা যাওয়ার পরে চার দুষ্কৃতী জোর করে গাড়ি থামায়। সন্তোষকে রাস্তায় নামিয়ে গাড়িটি নিয়ে চম্পট দেয় তারা।

পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় ওই চালক কোনও রকমে চ্যাটার্জিপাড়ায় পৌঁছন। সেখানে একটি অনুষ্ঠানবাড়ির লোকজন সন্তোষকে দেখতে পেয়ে এগিয়ে আসেন এবং তাঁর প্রাথমিক শুশ্রূষা করেন। শেষে পুলিশ এসে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে।

হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গিয়েছে, গাড়িটি ছিনতাই করে বেলুড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত চলছে। আশা করা যায়, খুব শীঘ্রই গাড়িটি উদ্ধার করা যাবে ও দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE