Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Calcutta News

একই মেট্রোর কামরা থেকে দু’বার ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুর ৩টে ২২ মিনিট নাগাদ দমদম স্টেশন থেকে রওনা হয় ওই নন-এসি মেট্রোটি। বেলগাছিয়ার স্টেশনে দাঁড়ানোমাত্রই তার কামরা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে।

দুর্ভোগে মেট্রো যাত্রীরা। —নিজস্ব চিত্র।

দুর্ভোগে মেট্রো যাত্রীরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ১৭:২৪
Share: Save:

ফের আতঙ্কে মেট্রো যাত্রীরা। সঙ্গে প্রাপ্তি চরম দুর্ভোগ। কবি সুভাষগামী চলন্ত মেট্রোর একটি কামরা থেকে মঙ্গলবার দুপুরে আচমকাই ধোঁয়া বার হওয়ায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। এক বার নয়, পর পর দু’বার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুর ৩টে ২২ মিনিট নাগাদ দমদম স্টেশন থেকে রওনা হয় ওই নন-এসি মেট্রোটি। বেলগাছিয়ার স্টেশনে দাঁড়ানোমাত্রই তার কামরা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। গোটা কামরাটাই ধোঁয়ায় ভরে ওঠে। শুধুমাত্র কামরার ভিতরেই নয়, ধোঁয়া দেখা যায় ছাদের উপরেও। সেই সঙ্গে তীব্র পোড়া গন্ধে ভরে ওঠে কামরাটি। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ধোঁয়া বার হতে দেখে ওই কামরায় চলে আসেন মোটরম্যান এবং গার্ডও। কোনও ভাবে শর্ট সার্কিট থেকে এই ধোঁয়া বার হচ্ছে কি না, তা-ও পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তাঁরা। এর পর থার্ড লাইনে নেমেও তা খতিয়ে দেখেন। কোনও ভাবেই ধোঁয়া নিয়ন্ত্রণে না আসায় শেষমেশ যাত্রীদের কামরা থেকে নেমে যেতে বলে ঘোষণা করেন মেট্রো কর্তৃপক্ষ। সে সময় অবশ্য অধিকাংশ যাত্রীরা নিজেরাই কামরা থেকে নেমে যেতে শুরু করেছেন। তবে পাঁচ মিনিটের মধ্যেই ফের ঘোষণা করা হয়, ওই খালি মেট্রোটি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে।

এর পর বেলগাছিয়া থেকে সেন্ট্রালের দিকে রওনা দেওয়ার পরও ফের একই বিপত্তি দেখা দেয় ওই কামরায়। সেন্ট্রাল স্টেশনে পৌঁছনোমাত্র খালি কামরাটি থেকেই ফের এক বার ধোঁয়া বেরোতে শুরু করে। ফের ওই মেট্রোটি দাঁড় করিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়। তবে তত ক্ষণে ডাউন লাইনে মেট্রোর জন্য অপেক্ষারত যাত্রীরা পা বাড়িয়েছেন বাস-ট্রাম-ট্যাক্সি ধরতে।

আরও পড়ুন: এখনও খারাপ এসক্যালেটর, হয়রানি
আরও পড়ুন: কার্ড ছিনিয়ে পুলিশি ‘দাদাগিরি’

ধোঁয়ায় ভরে উঠেছে কামরা। —নিজস্ব চিত্র।

মাসখানেক আগেই দমদমগামী মেট্রোতে পর পর দু’দিন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার জেরে বিঘ্নিত হয় পরিষেবা। তাতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সেই অভিজ্ঞতা থেকেও যে মেট্রো কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি তা এক বার ফের প্রমাণিত হল এ দিনের ঘটনায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Metro Kolkata Metro Mishap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE