Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফরেন্সিকের সাহায্য নিন, বার্তা সিপি-র

গত এপ্রিল মাসে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গা়ড়ি দুর্ঘটনার পরে জানা গিয়েছিল, তিনি তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০১:৪১
Share: Save:

শুধু খুন-ডাকাতির মতো অপরাধ নয়, এ বার বড় মাপের দুর্ঘটনার ক্ষেত্রেও সঙ্গে সঙ্গে খবর পাঠাতে হবে ফরেন্সিক বিভাগে। পুলিশের ডাক পেলেই দ্রুত ফরেন্সিকের মোবাইল ভ্যান হাজির হবে ঘটনাস্থলে। বুধবার কলকাতার পুলিশ কমিশনারের মাসিক অপরাধ দমন বৈঠকে উঠে এল এ কথাই। লালবাজারের খবর, ফরেন্সিকের গুরুত্ব বোঝাতে বৈঠকে হাজির ছিলেন রাজ্য ফরেন্সিক বিজ্ঞান গবেষণাগারের বিজ্ঞানী মীর ওয়াসিম রাজাও।

গত এপ্রিল মাসে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গা়ড়ি দুর্ঘটনার পরে জানা গিয়েছিল, তিনি তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়িতে থাকা ‘ইভেন্ট ডেটা রেকর্ডার’ (ইডিআর) নামে একটি যন্ত্রের ফরেন্সিক পরীক্ষা করে এ কথা জানা গিয়েছিল বলে দাবি পুলিশের। লালবাজারের খবর, এ দিনের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এসেছে। এ ছাড়াও গাড়িতে ইদানীং ‘সিডিআর’ বলেও একটি যন্ত্র থাকে। দুর্ঘটনার পরে ফরেন্সিক বিশেষজ্ঞেরা সেই তথ্য বিশ্লেষণ করেও তদন্তে সাহায্য করতে পারেন। কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘‘অনেক সময়েই দুর্ঘটনার পরে নিজেদের দোষ ঢাকতে চালকেরা মিথ্যে কথা বলেন। দ্রুত ফরেন্সিক পরীক্ষা করানো গেলে তদন্তকারীরা বিভ্রান্ত হবেন না।’’

পুলিশের একাংশ জানায়, পথ দুর্ঘটনার ক্ষেত্রে রাস্তার সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ। সে কথাও এ দিন উঠেছে। সম্প্রতি নিউ মার্কেট এলাকায় বিধায়ক স্বর্ণকমল সাহার বা়ড়িতে চুরির কিনারা করার ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ গোয়েন্দাদের সাহায্য করেছে। এই কারণেই এ দিন পুলিশ কমিশনার রাজীব কুমার আরও বেশি সিসি ক্যামেরা বসানোর উপরে জোর দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

এ দিন কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে বাহিনীর অধস্তন অফিসারদের প্রশংসাও করেছেন কমিশনার। মঙ্গলবার বেলেঘাটার বাসিন্দা এক তরুণী থানায় অভিযোগ জানান। অপরাধটি যাদবপুর এলাকায় হয়েছিল। তদন্তকারী অফিসার না এড়িয়ে গিয়ে তরুণীকে নিয়ে গাঁধী কলোনিতে যান এবং তা যাদবপুর থানাকে জানান। রাতে যাদবপুর থানা অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এই ঘটনায় প্রশংসা করেছেন সিপি। যদিও পুলিশের একাংশ বলছেন, এমন ঘটনা শহরে বিরল। কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় দ্রুত গ্রেফতারির জন্য ছিনতাই দমন শাখা এবং সার্ভে পার্ক-সহ কয়েকটি থানার ভূমিকার প্রশংসাও করেন রাজীব কুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajeev Kumar IPS CP Forensic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE