Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অভাব কর্মীর, সংসদীয় দলকে বলল জাদুঘর

কখনও নষ্ট হয়েছে শিল্পকলা। কখনও বা ভেঙে পড়েছে গ্যালারির ছাদ। গত এক বছরে ভারতীয় জাদুঘরের বিভিন্ন শিল্পকলা এবং ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। প্রতি বারেই কর্তৃপক্ষ নিজেদের দায় এড়িয়ে গিযেছেন। এ বার সেই সংগ্রহ নষ্টের পিছনে মূলত কর্মীর অভাবই দায়ী বলে জানালেন তাঁরা। রবিবার সংসদীয় কমিটির সঙ্গে আলোচনায় জাদুঘর-কর্তৃপক্ষ এই কারণের উল্লেখ করেছেন বলে জানান সাংসদ তথা কমিটির সদস্যা অর্পিতা ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৩:২৮
Share: Save:

কখনও নষ্ট হয়েছে শিল্পকলা। কখনও বা ভেঙে পড়েছে গ্যালারির ছাদ। গত এক বছরে ভারতীয় জাদুঘরের বিভিন্ন শিল্পকলা এবং ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। প্রতি বারেই কর্তৃপক্ষ নিজেদের দায় এড়িয়ে গিযেছেন। এ বার সেই সংগ্রহ নষ্টের পিছনে মূলত কর্মীর অভাবই দায়ী বলে জানালেন তাঁরা। রবিবার সংসদীয় কমিটির সঙ্গে আলোচনায় জাদুঘর-কর্তৃপক্ষ এই কারণের উল্লেখ করেছেন বলে জানান সাংসদ তথা কমিটির সদস্যা অর্পিতা ঘোষ।

এ দিন সংসদীয় কমিটির চার সদস্য জাদুঘর পরিদর্শন করেন। সংগৃহীত শিল্পসামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ এবং জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তাঁরা। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (ক্যাগ)-এর রিপোর্টে জাদুঘরের নিরাপত্তার ভার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স (সিআইএসএফ)-এর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে বারবার। কিন্তু জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা এখনও রয়ে গিয়েছে কলকাতা পুলিশ এবং বেসরকারি সংস্থার হাতে। সিআইএসএফ-কে কেন ভার দেওয়া হচ্ছে না, তা নিয়েও আলোচনা হয় এ দিন। দেশের বিভিন্ন সংগ্রহশালার আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা ঠিক ভাবে ব্যবহার করা হয়েছে কি না, মূলত তা পরিদর্শনের জন্যই এসেছেন ওই কমিটির সদস্যেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE