Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Ransack

ভাঙচুরের পরে হাজতে বামেরাই, বিক্ষোভের ডাক

দলীয় কার্যালয়ে হামলা এবং তার পরে ‘মিথ্যা মামলা’য় ছাত্র-সহ বাম কর্মীদেরই ফাঁসানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ ও মিছিলের ডাক দিল বামেরা। শিয়ালদহ স্টেশন চত্বরে ওই দিন বিকালে জড়ো হয়ে কর্মসূচি শুরু করবেন বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের কর্মীরা।

পটুয়াটোলায় সিপিএম কার্যালয়ের।নিজস্ব চিত্র।

পটুয়াটোলায় সিপিএম কার্যালয়ের।নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ২২:২৯
Share: Save:

ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অশোক মিত্রের স্মরণসভা শেষ হওয়ার পরে অদূরেই সিপিএমের সূর্য সেন স্ট্রিট কার্যালয়ে হামলা হয়েছিল মঙ্গলবার রাতে। কার্যালয়ের ভিতরে আটকে পড়েছিলেন অনাদি সাহু-সহ সিপিএমের নেতারা। সিপিএমের অভিযোগ তৃণমূলের দিকে হলেও ওই ঘটনার জেরে সিপিএমেরই ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য কমিটির তিন সদস্য-সহ ছ’জনকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। বুধবার ওই ছ’জনকেই আগামী ৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা নগর দায়রা আদালত। দলীয় কার্যালয়ে হামলা এবং তার পরে ‘মিথ্যা মামলা’য় ছাত্র-সহ বাম কর্মীদেরই ফাঁসানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ ও মিছিলের ডাক দিল বামেরা। শিয়ালদহ স্টেশন চত্বরে ওই দিন বিকালে জড়ো হয়ে কর্মসূচি শুরু করবেন বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের কর্মীরা। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও রাজ্য সভাপতি প্রতীক উর রহমান এ দিন বিবৃতি দিয়ে বলেছেন, শাসকের ‘দলদাস’ পুলিশের এমন আচরণ এই প্রথম নয়, আগেও দেখা গিয়েছে। আগামী ৩ জুন পর্যন্ত রাজ্যের নানা জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ransack Party Office Protest Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE