Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মোবাইল টাওয়ারে বাজ পড়ে অসুস্থ তিন

মোবাইল টাওয়ারের উপরে বাজ পড়ে তাতে আগুন ধরে গেল। বাজের আওয়াজে অসুস্থ হয়ে পড়লেন দুই মহিলা-সহ তিন জন। সোমবার সকাল এগারোটা নাগাদ নিউ টাউনের চকপাচুরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৩:১৮
Share: Save:

মোবাইল টাওয়ারের উপরে বাজ পড়ে তাতে আগুন ধরে গেল। বাজের আওয়াজে অসুস্থ হয়ে পড়লেন দুই মহিলা-সহ তিন জন। সোমবার সকাল এগারোটা নাগাদ নিউ টাউনের চকপাচুরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। অসুস্থদের বিধাননগর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়েরা জানান, চকপাচুরিয়ায় একটি বাড়ির পিছনে ওই মোবাইল টাওয়ারটি রয়েছে। এ দিন সকাল ১১টা নাগাদ বৃষ্টি
চলাকালীন হঠাৎই বাজ পড়ে টাওয়ারের উপরে। টাওয়ার সংলগ্ন বাড়ির কর্তা বিষ্টুপদ নস্কর জানান, বাজ পড়ার সময়ে তাঁর ছোট ছেলে ভূপাল উঠোনে কাজ করছিলেন। আর দুই পুত্রবধূ সেই সময়ে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। ওই রান্নাঘরের কাছেই ছিল মোবাইল টাওয়ারটি। আচমকা সেখানে বিকট আওয়াজে বাজ পড়ে আগুন ধরে যায়। বাজের আওয়াজ এবং আগুনের ফুলকি ছিটে এসে লাগায় দুই পুত্রবধূ এবং ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েন। বিষ্টুপদ আরও জানিয়েছেন, বাড়ির টিভি,ফ্রিজ-সহ প্রায় সব বৈদ্যুতিন সামগ্রী পুড়ে গিয়েছে।

এক পুত্রবধূ জানান, তিনি সেই সময় রান্না করছিলেন। আচমকা বিকট আওয়াজ হয়, তার পরেই শরীর খারাপ লাগতে শুরু করে। তখনই আগুনের ফুলকিও এসে
গায়ে পড়ে।

বাসিন্দাদের একাংশ জানান, শুধু ওই একটি বাড়িই নয়, আশপাশের বেশ কয়েকটি বাড়ির বৈদ্যুতিন সামগ্রীর ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় টাওয়ার বসানোর সময়ে তাঁরা প্রতিবাদ করেছিলেন। এ দিনের ঘটনার পরে তাঁরা রীতিমতো আতঙ্কিত। এলাকাবাসীর দাবি, তাঁরা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mobile tower Mobile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE