Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তালা ভেঙে চুরি

দিনেদুপুরে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে চুরি গেল টাকা-গয়না। শুক্রবার দুপুরে বিজয়গড়ের ঘটনা। শনিবার রাত পর্যন্ত অবশ্য এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০১:৪৭
Share: Save:

দিনেদুপুরে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে চুরি গেল টাকা-গয়না। শুক্রবার দুপুরে বিজয়গড়ের ঘটনা। শনিবার রাত পর্যন্ত অবশ্য এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ সূত্রের খবর, যাদবপুর থানা এলাকার বিজয়গড়ে তিনতলা ওই ফ্ল্যাটবাড়ির দোতলায় থাকেন পেশায় টেলিফোন সংস্থার আধিকারিক সুমন পাল এবং তাঁর ভাই কৌশিক পাল। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ সুমন টালিগঞ্জের ব্রহ্মপুরে অফিসের উদ্দেশে বেরোন। সাড়ে বারোটা নাগাদ কৌশিকও ফ্ল্যাটের দরজায় তালা বন্ধ করে বেরিয়ে যান বলে পুলিশকে জানিয়েছেন তাঁরা। এর পরে দুপুর দু’টো নাগাদ সুমন বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। তিনি বলেন, ‘‘ভিতরে গিয়ে দেখি দু’টি ঘর লণ্ডভণ্ড, আলমারি খোলা এবং তা থেকে উধাও প্রায় তিরিশ হাজার টাকা ও কয়েক ভরি গয়না। খোয়া গিয়েছে প্যান কার্ড, ব্যাঙ্কের পাসবই-সহ একাধিক নথি।’’ বিকেলে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন সুমন। তাঁর অভিযোগ, ‘‘বছর চারেক আগে ফ্ল্যাটের নীচ তলা থেকে একটি সাইকেল চুরি যায়। দু’বছর আগে বাড়ির কাছেই ভাইয়ের গাড়ির দামী ব্যাটারি চুরি হয়েছিল। পুলিশকে জানিয়েও লাভ হয়নি।’’

পুলিশ জানায়, দুপুর সাড়ে বারোটা থেকে দু’টোর মধ্যে চুরি হয়েছে। পুলিশ জেনেছে, তিন তলা ওই বাড়িতে ছ’টি পরিবারের বাস। তবে এ দিন দোতলায় অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ছিলেন না। এ ছাড়া, বাড়িটির কোনও নিরাপত্তারক্ষী নেই। সুমনের অভিযোগ, ‘‘ইদানীং আনাজ বিক্রেতা, ব্যবসায়ী থেকে শুরু করে বহিরাগতেরা অবাধ যাতায়াত করছেন।’’ পুলিশের অনুমান, ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত রয়েছে এমন পরিচিত কেউ-ই এই চুরির ঘটনায় জড়িত। ওই ফ্ল্যাটের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lock broken Bijoygarh jewelry stolen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE