Advertisement
২০ এপ্রিল ২০২৪
Calcutta News

ভোটের আগে ফের উদ্ধার বিপুল টাকা, শহরে বাজেয়াপ্ত টাকার পরিমাণ ছাড়াল ৫ কোটি

ভোটের মুখে এ বার ৬০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ।

ধৃতের সঙ্গে থাকা ব্যাগে ৫০০ টাকার নোটে ৬০ লাখ টাকা পাওয়া যায়। —নিজস্ব চিত্র।

ধৃতের সঙ্গে থাকা ব্যাগে ৫০০ টাকার নোটে ৬০ লাখ টাকা পাওয়া যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ২২:১৬
Share: Save:

ভোটের মুখে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। এবার ৬০ লাখ টাকা! গ্রেফতার করা হল দীনেশ লোহিয়া নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে ওই টাকা পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, সোমবার বিকেল ৩টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দাদের একটি দল সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে দীনেশকে পাকড়াও করেন। দীনেশের সঙ্গে থাকা ব্যাগে ৫০০ টাকার নোটে ৬০ লাখ টাকা পাওয়া যায়।

এত টাকা কোথায় পেলেন? পুলিশকে দীনেশ জানান, তিনি লেকটাউনের পাতিপুকুর এলাকার বাসিন্দা। মধ্যকলকাতার এক ব্যবসায়ীর কর্মচারী দীনেশ মালিকের নির্দেশেই অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জেরায় তিনি জানিয়েছেন। পুলিশ তাঁর মালিককে ডেকে পাঠায়। তিনি ওই টাকা ব্যবসার বলে দাবি করলেও, সে সম্পর্কিত কোনও নথি দিতে পারেননি। তদন্তকারীরা তাঁর কথায় অসঙ্গতি খুঁজে পান। তারপরেই পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মার্চের ৭ তারিখ থেকে কলকাতা পুলিশের বিশেষ অভিযানে এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ২ কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে।গোয়েন্দাবিভাগের এক শীর্ষ কর্তা প্রতি ক্ষেত্রেই দাবি করেছেন, বাজেয়াপ্ত ওই বিপুল টাকা হাওয়ালার লেনদেনের। তবে এখন পর্যন্ত কোনও ক্ষেত্রেই ওই টাকার সঙ্গে নির্বাচনের কোনও যোগ খুঁজে পাওয়া যায়নি।অন্যদিকে, আয়কর দফতরও গত কয়েকদিনে কলকাতা থেকে প্রায় তিন কোটি টাকা উদ্ধার করেছে। ওই টাকারও কোনও সন্তোষজনক উৎস খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আয়কর দফতরের কর্তারা।

আরও পড়ুন: জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট, কুয়ালালামপুর যেতে গিয়ে জালে ২ রোহিঙ্গা তরুণী

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্য? কমিশনের নজরে রাজ্যের এক ডজন নেতা

গোয়েন্দাপ্রধান প্রবীণ ত্রিপাঠী জানান, কলকাতা পুলিশের এই বিশেষ অভি‌যান চলবে। টাকা উদ্ধারের তথ্য নির্বাচন কমিশন-সহ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর দফতরকেও জানানো হয়েছে।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE